এক্সপ্লোর
Advertisement
পোল্যান্ডের শহরের রাস্তার মোড়ের নামকরণ বাবা হরিবংশ রাই বচ্চনের নামে, ছবি শেয়ার করে জানালেন অমিতাভ
সুদূর ইউরোপের পোল্যান্ডে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের প্রয়াত বাবা হরিবংশ রাই বচ্চনের নামে নামকরণ করা হল রাস্তার একটি মোড়ের। পোল্যান্ডের শহর রোকলোর একটি রাস্তার মোড়ের নাম প্রয়াত কবির স্মরণে রাখা হয়েছে।
মুম্বই: সুদূর ইউরোপের পোল্যান্ডে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের প্রয়াত বাবা হরিবংশ রাই বচ্চনের নামে নামকরণ করা হল রাস্তার একটি মোড়ের। পোল্যান্ডের শহর রোকলোর একটি রাস্তার মোড়ের নাম প্রয়াত কবির স্মরণে রাখা হয়েছে। বাবা হরিবংশ রাই বচ্চনকে পোল্যান্ডে এভাবে শ্রদ্ধা নিবেদনের খবর অমিতাভ বচ্চন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি শেয়ার করে জানিয়েছেন।
অমিতাভ লিখেছেন, রোকলো-র সিটি কাউন্সিল রাস্তার একটি মোড়ের নামকরণ আমার বাবার নামে রেখেছে। দশেরায় এর থেকে ভালো খবর আর কী হতে পারে...পরিবারের পক্ষে চূড়ান্ত গর্বের মুহূর্ত, রোকলো-র ভারতীয় সম্প্রদায় ও ভারতের জন্যও... জয় হিন্দ।
বিগ বি একটি বোর্ড হাতে ছবি পোস্ট করেছেন। বোর্ডে লেখা তাঁর বাবার নাম। নীল, লাল ও হলুদ রঙের বোর্ডে লেখা- স্কোয়ার হরিবংশ রাই বচ্চন রোকলো।
গত জুলাইতে রোকলো বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের তাঁর বাবার লেখা বিখ্যাত মধুশালা কবিতার কয়েক পংক্তি পাঠ করে শ্রদ্ধা নিবেদনের ভিডিও শেয়ার করেছিলেন অমিতাভ।
অমিতাভের এই ইনস্টাগ্রাম পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন রণবীর সিংহ, সুনীল শেট্টি, শমিতা শেট্টির মতো সেলেবরা। তাঁরা পোস্টে লাইক ও ইমোজি কমেন্ট করে উচ্ছ্বাস ব্যক্ত করেছেন। অমিতাভের অনুরাগীরাও তাঁদের প্রতিক্রিয়ায় অভিনেতাকে অভিনন্দন জানিয়েছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
খবর
Advertisement