এক্সপ্লোর
Amitabh wish for Virat Anushka: ‘এ তো ভবিষ্যতের মহিলা ক্রিকেট টিম’, বিরুস্কাকে শুভেচ্ছা-পোস্টে কী বললেন অমিতাভ?
সদ্য় অভিভাবক হওয়া দুই বিখ্য়াত তারকাকে অভিনন্দন জানাতে গিয়ে ভারতীয় ক্রিকেটারদের ও তাঁদের বাচ্চাদের নিয়ে ট্যুইটারে একটি ফরোয়ার্ড করা বার্তা শেয়ার করলেন অমিতাভ বচ্চন। উল্লেখ করার বিষয় হল, সেই পোস্টে কতজন প্রথম সারির ভারতীয় ক্রিকেটার কন্যাসন্তানের বাবা, সেই তালিকা রয়েছে।
মুম্বই: পরিবারে নতুন সদস্যের আগমনের আনন্দে সময়টা দারুণ কাটছে বিরাট কোহলি, অনুষ্কা শর্মার (Virushka)। নতুন ইনিংস শুরু হল বিরুস্কার কেরিয়ারে। ঘর আলো করা ফুটফুটে মেয়ের বাবা-মা হলেন তাঁরা। আসছে শুভেচ্ছা, অভিনন্দন বার্তা। বলিউড তারকারা সোস্যাল মিডিয়ায় বার্তা পাঠিয়েছেন। মাধুরী দীক্ষিত, প্রিয়ঙ্কা চোপড়া, অর্জুন কপূর, ক্যাটরিনা কাইফ। অনেকেই। পাল্টা ভারতীয় ক্রিকেট দলনায়ক সোস্যাল মিডিয়ায় সবার ভালবাসা, শুভ কামনার জন্য ধন্যবাদ দিয়ে ‘তাঁদের জীবনের নতুন অধ্যায় শুরু করার উত্তেজনা’র কথাও উল্লেখ করেছেন।
এবার সদ্য় অভিভাবক হওয়া দুই বিখ্য়াত তারকাকে অভিনন্দন জানাতে গিয়ে ভারতীয় ক্রিকেটারদের ও তাঁদের বাচ্চাদের নিয়ে ট্যুইটারে একটি ফরোয়ার্ড করা বার্তা শেয়ার করলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। উল্লেখ করার বিষয় হল, সেই পোস্টে কতজন প্রথম সারির ভারতীয় ক্রিকেটার কন্যাসন্তানের বাবা, সেই তালিকা রয়েছে। মহেন্দ্র সিংহ ধোনি বা সুরেশ রায়নার মেয়ে। গম্ভীর, রোহিত, সামি, অশ্বিন, রাহানে, জাডেজা, পূজারা, ঋদ্ধিমান, হরভজন, নটরাজন, উমেশ যাদবের নামও করেছেন। সবারই মেয়ে।বিরাটের সম্প্রতি কন্যাসন্তানের বাবা হওয়ার কথাও রয়েছে। এসব নিয়েই অমিতাভ আবার মজা করে বলেছেন, এ তো ভাবী মহিলা ক্রিকেট টিম! একটা তথ্য পেলাম..... আর ধোনিরও তো মেয়ে। ও কি তবে ক্যাপ্টেন হবে? চেক করুন।
বিগ বির-র পোস্টের পরিপ্রেক্ষিতে অনেকেই প্রতিক্রিয়া দিয়েছেন। একজন লিখেছেন, মেয়েরা স্পেশাল। দুনিয়ার সবচেয়ে সেরা ভবিষ্যতের ক্রিকেট টিম।T 3782 - An input from Ef laksh ~
"... and Dhoni also has daughter .. will she be Captain ? ????'' pic.twitter.com/KubpvdOzjt — Amitabh Bachchan (@SrBachchan) January 13, 2021
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ অভিনেত্রী অনুষ্কা, আর ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাটের বিয়ের তিন বছর বাদে প্রথম সন্তান ঘরে এল। বিরাট নিজেই মেয়ে হওয়ার খবর সোস্যাল মিডিয়ায় দিয়েছেন। পাশাপাশি দুজনে সোস্যাল মিডিয়ায় আলোকচিত্রী, পাপারাত্জিদেরও আবেদন করেন, তাঁদের কন্যাসন্তানের ছবি যেন কেউ না তোলেন, তার গোপনীয়তা, নিজস্ব পরিসর রক্ষার স্বাধীনতাকে সম্মান করেন। তার সম্পর্কে কোনও কনটেন্ট শেয়ার না করারও আর্জি জানিয়ে বিবৃতি প্রকাশ করেছেন, বাবা-মা হিসাবে, আমাদের আপনাদের কাছে একটি ক্ষুদ্র নিবেদন। আমরা আমাদের বাচ্চার নিজস্ব পরিসর রক্ষা করতে চাই। সেজন্য আপনাদের সাহায্য, সমর্থন চাই। অন্যদিকে অমিতাভেরও বর্তমানে নানা প্রজেক্ট হাতে আছে। ‘ব্রহ্মাস্ত্র’, ‘চেহরে’, ‘ঝুন্ড’। সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতি ১২-র শ্য়ুটও শেষ করেছেন তিনি।T 3782 - An input from Ef laksh ~ "... and Dhoni also has daughter .. will she be Captain ? ????'' pic.twitter.com/KubpvdOzjt
— Amitabh Bachchan (@SrBachchan) January 13, 2021
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ক্রিকেট
Advertisement