এক্সপ্লোর
পার্টিতে যখন অমিতাভের নাতনি আরাধ্যাকে দেখলেন রেখা..

মুম্বই: অমিতাভ বচ্চন ও রেখার সম্পর্ক নিয়ে একটা সময় টিনসেল টাউনে জল্পনার ঝড় তুলেছিল। ১৯৭৬-এ দো আনজানে সিনেমার শ্যুটিংয়ের সময় এই জল্পনা শুরু হয়। সেই গুঞ্জনের সিলসিলা চলে দীর্ঘদিন। একটা সময় তো রটেও যায়, রেখাকে গোপনে বিয়ে করেছেন অমিতাভ। যদিও অমিতাভ আগেই জয়া বচ্চনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু তাতেও গুজবের ডালপালা মেলা থামেনি। কয়েক দশক পেরিয়ে গিয়েছে। বচ্চন পরিবারের সঙ্গে রেখার সম্পর্ক এখন স্বাভাবিক। বিভিন্ন পার্টিতে অমিতাভের পরিবারের সদস্যদের দেখা সাক্ষাত্ও হয়। এবার আরও একবার দুই পক্ষের সাক্ষাত্ ঘটল একটি পার্টিতে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গণেশ চতুর্থী উত্সবে মুকেশ ও নীতা আম্বানির বাড়িতে গিয়েছিলেন অভিষেক বচ্চন ও তাঁর স্ত্রী ঐশ্বর্য রাই। সঙ্গে ছিল তাঁদের মেয়ে ছোট্ট আরাধ্যাও। সেই সময় রেখাও আসেন আম্বানিদের বাড়িতে। অভিষেক ও ঐশ্বর্য শুভেচ্ছা বিনিময় করেন রেখার সঙ্গে। অমিতাভের নাতনি আরাধ্যা তো রেখাকে প্রণাম করে আশীর্বাদও নিল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি





















