এক্সপ্লোর
আগামী ছবির জন্য লুক টেস্ট করলেন অমিতাভ বচ্চন, দেখুন তাঁকে কেমন লাগছে

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
মুম্বই: পরবর্তী ছবির জন্য লুক টেস্ট করলেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। ইনস্টাগ্রামে বিভিন্ন মুখভঙ্গি করা ১২টি ছবি পোস্ট করেছেন অমিতাভ। তিনি জানিয়েছেন, এই লুক টেস্ট করে আনন্দ পেয়েছেন। সেইসঙ্গে তিনি মজার ছলে লিখেছেন, ‘আমার পরের ছবির জন্য লুক টেস্ট করছি। এটা অনেকজন তারকা, থুড়ি অনেকগুলো মুখ নিয়ে হতে চলা বিনোদনমূলক ছবি। ছবিটিতে থাকছে সবচেয়ে অদ্ভুত সঙ্গীত এবং কমেডি।’
অমিতাভ এখন ‘১০২ নট আউট’, ‘ঠগস অফ হিন্দোস্তান,’ ‘ব্রহ্মাস্ত্র’-র মতো ছবিগুলি নিয়ে ব্যস্ত। এরই মধ্যে তিনি আরও একটি ছবির জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিলেন। তবে সেই ছবিটির বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। ... and Aaradhya plants her ‘tiara’ hair band on her Dada Ji and ... well freaks out !!! Happy 2018 A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan) on
সোশ্যাল মিডিয়ায় অমিতাভ অত্যন্ত সক্রিয়। কিছুদিন আগেই তিনি নাতনিদের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন। একটি ছবিতে দেখা গিয়েছিল, অভিষেক ও ঐশ্বর্য রাই বচ্চনের মেয়ে আরাধ্যা তার ঠাকুর্দার মাথায় নিজের হেয়ার ব্যান্ড লাগিয়ে দিয়েছে। কিছুদিন আগেই একটি বাইসাইকেল নিয়ে দাঁড়িয়ে তোলা ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেন অমিতাভ। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের





















