Bollywood Gossip: দীর্ঘদিনের সম্পর্ক, তারপরে রবি শাস্ত্রীকে বিয়ে না করে বয়সে ছোট নায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী
Ravi Shastri Relationship: শোনা যায়, রবি শাস্ত্রী শর্ত রেখেছিলেন, বিয়ের পরে আর অভিনয় করতে পারবেন না এই অভিনেত্রী।
কলকাতা: রবি শাস্ত্রীর সঙ্গে নাকি একটা সময়ে সম্পর্ক ছিল তাঁর। বিয়ে হয়ে যাওয়ারও কথা ছিল তাঁদের। তবে এক বিশেষ কারণে নাকি সেই সম্পর্কে থাকতে পারেননি অভিনেত্রী। তাঁর বিচ্ছেদ হয়ে যায় ক্রিকেট দুনিয়ার এই তারকার সঙ্গে। কে এই অভিনেত্রী? কেই বা এই ক্রিকেট দুনিয়ার তারকা? বলিউডের এই নায়িকা হলেন অমৃতা সিংহ (Amrita Singh) ও এই ক্রিকেট তারকা হলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। একটা সময়ে নাকি সম্পর্কে ছিলেন তাঁরা। তবে বিশেষ এক কারণে রবি শাস্ত্রীকে বিয়ে করতে রাজি হননি অমৃতা।
১৯৮৬ সালে, সেই সময়ে রবি শাস্ত্রী ছিলেন ভারতীয় দলের অধিনায়ক। আর অমৃতা সিংহ তখন বলিউডের নায়িকা। সেই সময়ে একটি ফটোশ্যুট করতে গিয়ে দেখা হয় তাঁদের। শোনা যায়, তারপর থেকেই শুরু হয় তাঁদের সম্পর্ক। প্রথমে বন্ধুত্ব, তারপরে প্রেম। শোনা যায় নিউইয়র্কের একটি রেস্তোরাঁয় নাকি রবি শাস্ত্রী প্রেমের প্রস্তাব দিয়েছিলেন অমৃতা সিংহকে। তাঁদের প্রেম ছিল ভীষণ সুন্দর.. এমনটাই শোনা যায়। দুজনেই সম্পর্ক নিয়ে ভীষণ সিরিয়াস ছিলেন। বিয়েও করতে চেয়েছিলেন একে অপরে। তবে তাঁদের সম্পর্কের শেষটা সুন্দর হয়নি। সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন অমৃতা সিংহই। কিন্তু কেন?
শোনা যায়, রবি শাস্ত্রী শর্ত রেখেছিলেন, বিয়ের পরে আর অভিনয় করতে পারবেন না অমৃতা সিংহ। এই শর্তে ভীষণভাবে অবাক হয়ে যান অমৃতা সিংহ। অভিনয়ই ছিল তাঁর পরিচিতি। সেই সময়ে অমৃতা রাও-এর পক্ষে অভিনয় ছেড়ে দেওয়া কার্যত অসম্ভব ছিল। সেই কারণেই তিনি সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন। শোনা যায়, সেই সময়ে রবি শাস্ত্রী অনেক চেষ্টা করেছিলেন যাতে অমৃতার সঙ্গে তাঁর সম্পর্কটা থাকে। কিন্তু অমৃতা অভিনয় ছাড়তে নারাজ ছিলেন। সেই কারণেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়।
এরপর সইফ আলি খানের সঙ্গে সম্পর্কে জড়ান অমৃতা। সইফ ছিলেন অমৃতার থেকে ১২ বছরের ছোট। তবে তাঁদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায়নি বয়স। তাঁদের বিবাহ হয়। তাঁদের দুই সন্তানও রয়েছেন ইব্রাহিম আলি খান ও সারা আলি খান (Sara Ali Khan)। তবে এই বিবাহ ও টেঁকেনি অমৃতার। সইফের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর। বর্তমানে সইফ আলি খান করিনা কপূর খানের সঙ্গে বিবাহিত সম্পর্কে রয়েছেন।
আরও পড়ুন: Nargis Fakhri: একের পর এক হিট ছবি, তাও কেন বলিউড থেকে দূরে সরে গেলেন নার্গিস ফকরি?