অ্যামি আরও জানিয়েছেন, এভাবে তাঁর সম্মতি ছাড়াই শারীরিক সম্পর্ক স্থাপনের পর তাঁর প্রাক্তন প্রেমিকেরও খারাপ লেগেছিল।
2/6
এই ঘটনা যখন ঘটেছিল, তখন তিনি বিশ্রাম নিচ্ছিলেন।
3/6
'ট্রেনরেক' সিনেমার অভিনেত্রী বলেছেন, মাত্র ১৭ বছরে এভাবে কুমারীত্ব হারাতে হয়েছিল তাঁকে।
4/6
অ্যামি জানিয়েছেন, প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক তাঁর সম্মতিতে হয়নি। যদিও অ্যামি তাঁর প্রেমিকের নাম উল্লেখ করেননি।
5/6
একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী তাঁর স্মৃতিকথা দ্য গার্ল উইথ লোয়ার ব্যাক ট্যাটু-তে ওই ঘটনার কথা উল্লেখ করেছেন।
6/6
হলিউড অভিনেত্রী অ্যামি সুমার তাঁর জীবনের একটি দুঃখজনক অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ডেট করার সময় তাঁর প্রেমিক তাঁকে ধর্ষণ করেছিল। এভাবেই তিনি কুমারীত্ব হারিয়েছিলেন।