Aneek Dhar: সুখবর দিলেন অনীক ধর, দ্বিতীয়বার বাবা হলেন সঙ্গীতশিল্পী, কোলে এল পুত্র সন্তান
Aneek Dhar Becomes Father: পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানান, বিক্রম চট্টোপাধ্যায়ও। শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও।
কলকাতা: সঙ্গীতশিল্পী অনীক ধরের (Aneek Dhar) পরিবারে খুশির ছোঁয়া। সোমবার সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন অনীক। দ্বিতীয়বার বাবা (New Father) হয়েছেন শিল্পী। পরিবারে এসেছে পুত্র সন্তান (baby boy)। পোস্ট করলেন ছবি। চেয়ে নিলেন সকলের আশীর্বাদ।
পুত্র সন্তান এল অনীক ধরের কোলে
গায়ক অনীক ধরের স্ত্রী দেবলীনা জন্ম দিলেন পুত্র সন্তানের। সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন শিল্পী। একটিতে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন দেবলীনা, পাশে স্বামী অনীক ধর ও মেয়ে আদ্যা। পাশের 'বেবিকট'-এ শুয়ে সদ্যোজাত। পরের ছবিতেই ছেলের সঙ্গে পোজ দিলেন অনীক। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, 'আজ ঈশ্বর আমাকে, দেবলীনাকে ও আমাদের পরিবারকে একটি সুস্বাস্থ্য সম্পন্ন পুত্র সন্তান উপহার দিয়ে আশীর্বাদ করেছেন। ঈশ্বর ও আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের বুক ভরা ভালবাসা ও প্রণাম জানাই। সবাই ভাল থাকবেন ও আমাদের জন্য প্রার্থনা করবেন। - অনীক ধর ও পরিবার।'
শিল্পীর পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানান, বিক্রম চট্টোপাধ্যায়ও। এছাড়া অনীকের অজস্র অনুরাগীও জানিয়েছেন শুভেচ্ছা।
View this post on Instagram
প্রসঙ্গত, গত ১ জুলাই, পরিবারে নতুন সন্তানের আগমনের খবর দেন অনীক ধর। স্ত্রীয়ের সাধের অনুষ্ঠানের ছবি পোস্ট করে তিনি লেখেন, 'সময় এসে গেছে হম দো হমারে দো বলার'। সাধের দিনে ঘিয়ে রঙের শাড়ি ও বাল্টি কালার্ড ব্লাউজ পরেন দেবলীনা। মুখে হালকা মেকআপ, কালে ভারী দুল, গলায় হার, সিঁথিতে চওড়া সিঁদুর। সুন্দর দেখাচ্ছিল দেবলীনাকে। লজ্জায় লাল স্ত্রীয়ের দিকে একদৃষ্টে তাকিয়ে অনীক। পরনে ফ্লোরাল প্রিন্টের পাঞ্জাবী পাজামা। পরের ছবিতে বাবা মায়ের সঙ্গে হাজির পুঁচকে আদ্যাও। পরনে লাল বেনারসি শাড়ি। এখন তো সে বড় দিদি।
আরও পড়ুন: Pushpa 2 The Rule: দীর্ঘ প্রতীক্ষার অবসান! ২০২৪-এ বড়পর্দায় আসছে 'পুষ্পা ২', ঘোষণা হল মুক্তির তারিখ
প্রসঙ্গত, ২০১৪ সালের শেষের দিকে দীর্ঘদিনের বান্ধবী দেবলীনাকে বিয়ে করেন অনীক ধর। ২০১৮ সালে তাঁদের কোল আলো করে আসে কন্যা সন্তান। অগাস্ট মাসে রাখী পূর্ণিমার দিনে তাঁদের পরিবারে জন্ম নেয় আদ্যা। তার বছর পাঁচেক পর দ্বিতীয় সন্তান আসার কথা ঘোষণা করেন শিল্পী। অনীক, দেবলীনা ও আদ্যার পরিবারে এবার ছোট্ট পুত্র সন্তানের সংযোজন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন