বাংলাদেশের এক থানায় ৭ ঘণ্টা কাটানোর অভিজ্ঞতা কেমন? বলবে 'মহানগর'
একটা দুর্ঘটনা, একটা রাত, একটা থানা ও একটা শহর। সব জড়িয়ে যাচ্ছে রহস্যের জালে। মুক্তি পেল 'হইচই'- এর নতুন সিরিজ 'মহানগর'- ট্রেলার। ১ মিনিট ৩৪ সেকেন্ডের ট্রেলার জুড়ে দানা বেঁধেছে রহস্য, চক্রান্ত ও একটা দুর্ঘটনা থেকে বাঁচার চেষ্টা। আলাদা করে নজর কাড়বে বাংলাদেশের ধাঁচে কথা বলার আদল।
![বাংলাদেশের এক থানায় ৭ ঘণ্টা কাটানোর অভিজ্ঞতা কেমন? বলবে 'মহানগর' Anew web series named Mahanagar going to be released on Hoichoi বাংলাদেশের এক থানায় ৭ ঘণ্টা কাটানোর অভিজ্ঞতা কেমন? বলবে 'মহানগর'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/19/f8c4cfec617624aa61324e4e2b9bf661_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: একটা দুর্ঘটনা, একটা রাত, একটা থানা ও একটা শহর। সব জড়িয়ে যাচ্ছে রহস্যের জালে। মুক্তি পেল 'হইচই'- এর নতুন সিরিজ 'মহানগর'- ট্রেলার। ১ মিনিট ৩৪ সেকেন্ডের ট্রেলার জুড়ে দানা বেঁধেছে রহস্য, চক্রান্ত ও একটা দুর্ঘটনা থেকে বাঁচার চেষ্টা। আলাদা করে নজর কাড়বে বাংলাদেশের ধাঁচে কথা বলার আদল।
বাংলাদেশের একটি পুলিশ স্টেশনের ভিতরে ৭ ঘণ্টা কাটানোর গল্প বলবে 'মহানগর'। ওসি হারুণ ও মলয় কুমার, এই দুই পুলিশ, এক পকেটমার ও এক ব্যবসায়ীর ছেলের বিরুদ্ধে ওঠা খুনের অভিযোগকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে গল্প। মোসারফ করিমকে দেখা যাবে ওসি হারুণের ভূমিকায়। সিরিজের পরিচালনা করছেন আশফাক নিপুন।
ট্রেলার জুড়ে নজর কাড়বে ভাষার ব্যবহার। বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি এই সিরিজটির বেশ শ্যুটিং হয়েছে বাংলাদেশ ও কলকাতা জুড়ে। ভাষা অপরিবর্তিত রেখে তুলে ধরা হয়েছে বাংলাদেশের থানার ভিতরের পরিবেশ। সিরিজটি হইচইতে মুক্তি পাবে ২৫ জুন।
কিছুদিন আগেই এসভিএফ ‘মিলিয়ন ক্লাব’-এর হাত ধরে মুক্তি পেয়েছে বেশ কিছু ভক্তিগীতি। এসভিএফের তরফ থেকে জানানো হয়েছে, এই সমস্ত সঙ্গীতশিল্পীদের গান এবার পৌঁছে যাবে আরও বেশি মানুষের কাছে। এসভিএফের এই প্ল্য়াটফর্মের ওপর ভর করে পৌষালি, অভীকদের গান শুনতে পারবেন আরও বেশি মানুষ। এই শিল্পীদের গান আগামী দিনে সাধারণের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই মাসে একাধিক মিউজিক অ্যালবাম প্রকাশিত হতে চলেছে।
শুধু মিলিয়ন ক্লাব তৈরিই নয়, সামনেই একগুচ্ছ নতুন ভক্তিগীতি আসতে চলেছে এসভিএফের প্রযোজনায়। পৌষালি বন্দ্যোপাধ্যায়ের গাওয়া 'সুন্দরী রাধে' গানটি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। ১৫ জুন মুক্তি পাওয়া এই গানে শ্রোতারা ভালোবাসা উপচে দিয়েছেন। আজ, ১৭ তারিখ মুক্তি পেয়েছে প্রস্মিতা পালের গাওয়া 'বনমালী'। আগামী ২১ জুন মুক্তি পাবে কায়ার গাওয়া 'সেকি আমার' গানটি। ২৫ জুন মুক্তি পাবে অরিত্রর গাওয়া 'দেখেছি রূপসাগরে'। ২৯ জুন মুক্তি পাবে সোমচন্দার গাওয়া 'মম চিত্তে'।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)