Bengali Serial: শারীরিক অসুস্থতার কারণে সরে দাঁড়ালেন পুরনো নায়িকা, তারপরেই বন্ধ হয়ে গেল এই ধারাবাহিক!
Bengali Serial Update: এই ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যেত রোহন ভট্টাচার্য্য়কে। এই ধারাবাহিকে কাজ করার সময়েই শোনা যায় সম্পর্ক তৈরি হয়েছে রোহন আর অঙ্গনার মধ্যে
কলকাতা: ধারাবাহিক থেকে অসুস্থতার কারণে আগেই সরে গিয়েছিলেন অভিনেত্রী অঙ্গনা রায় (Angana Roy)। আর এবার শেষ হল সেই ধারাবাহিকের সফরও। শ্যুটিং শেষ হল নতুন ধারাবাহিক 'তুমি আশেপাশে থাকলে'-র। সম্প্রতি মুখবদল হয়েছিল এই ধারাবাহিকের নায়িকার।
সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকের শেষদিনের শ্যুটিংয়ের ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das)। এই ধারাবাহিকে পারোর চরিত্রে দেখা যেত তাঁকে। অন্যদিকে পার্বতীর চরিত্রে দেখা যাচ্চিল অভিনেত্রী রুকমা রায়কে। এই দুই চরিত্রেই আগে অভিনয় করতেন অঙ্গনা রায় (Angana Roy)। দ্বৈতচরিত্রে অভিনয় করতেন তিনি। কিন্তু অসুস্থতার কারণে এই ধারাবাহিক থেকে সরে দাঁড়ান অঙ্গনা। অনেক অনুরাগী মনে করছেন, সেটাই এই ধারাবাহিকের টিআরপি কমে যাওয়ার অন্যতম কারণ।
এই ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যেত রোহন ভট্টাচার্য্য়কে। এই ধারাবাহিকে কাজ করার সময়েই শোনা যায় সম্পর্ক তৈরি হয়েছে রোহন আর অঙ্গনার মধ্যে। তবে তাঁরা এই বিষয় নিয়ে মুখ খোলেননি কখনও। রুকমা এই ধারাবাহিকে নতুন এসে পা জমানোর তেমন সময় পেলেন না, তার আগেই বন্ধ হয়ে গেল 'তুমি আশেপাশে থাকলে'। বর্তমানে টিআরপির অভাবে খুব কম সময়ের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে একাধিক নতুন ধারাবাহিক। 'অষ্টমী' ধারাবাহিকটিও খুব কম সময়ে বন্ধ হয়ে গিয়েছিল। তালিকায় রয়েছে একাদিক চ্যানেলের একাধিক ধারাবাহিক। আর এবার সেই তালিকায় নাম লেখাল 'তুমি আশেপাশে থাকলে'। ১ বছরো সম্পূর্ণ হয়নি এই ধারাবাহিকের।
এই ধারাবাহিকের প্রথম নায়িকা, অঙ্গনা এখন বাড়িতেই বিশ্রামে রয়েছেন। বেশ কিছু অসুস্থাতার কারণে তিনি ধারাবাহিক ছাড়তে বাধ্য হয়েছিলেন বলে খবর। নিয়মিত শ্যুটিং করে অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি। সেই কারণেই এই বিরতির সিদ্ধান্ত। তবে রুকমা ও নবনীতা মিলেও ধারাবাহিকে তেমন টিআরপি আনতে পারল না। আর সম্ভবত সেই কারণেই বন্ধ হয়ে যাচ্ছি 'তুমি আশেপাশে থাকলে'।
View this post on Instagram
আরও পড়ুন: Rhea-Sushant: সুশান্তের মৃত্যুর পরে হাতে কাজ নেই, রিয়ার সংসার চালানোর টাকা আসে কীভাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।