ফের অরিজিৎকে বাদ দিয়ে রাহত ফতে আলি খানকে দিয়ে গাওয়ালেন সলমন, কীসের এত পাক-প্রীতি? সমালোচনা সোশ্যাল মিডিয়ায়
i dont undrsnnd why sme pple say call salman khan a giving and kind person...he is arrogant in reality although arijit apolozized he didny respect but arijit doesnt need salman for making songs hit but salman khan is being over bcz of his cameo he replaced arijit s song????????????
— manish (@manish80808246) February 19, 2018
গায়ক সঙ্গে পুরনো ঝামেলা মিটিয়ে নেওয়ার কোনও লক্ষণই দেখাচ্ছেন না অরিজিতের সঙ্গে সলমনের ঝামেলা কয়েক বছরের পুরনো। ফেসবুক পোস্টের মাধ্যমে সলমনের কাছে প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন অরিজিৎ। কিন্তু তাতেও সলমনের মন গলেনি। ‘সুলতান’ ছবিতে অরিজিতের গাওয়া ‘জগ ঘুমিয়া’ গানটি বাদ দিয়ে সেটি রাহত ফতে আলি খানকে দিয়ে ফের গাওয়ান তিনি। এরপর ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবি থেকে অরিজিতের গাওয়া ‘দিল দিয়া গালা’ গানটি বাদ দিয়ে সেটি পাকিস্তানের গায়ক আতিফ আসলামকে দিয়ে গাওয়ান সলমন। এবার ‘ওয়েলকাম টু নিউ ইয়র্ক’ ছবি থেকেও অরিজিতের গাওয়া একটি গান বাদ দিয়েছেন সলমন। এবারও রাহতই নতুন করে গানটি গেয়েছেন বলে জানা গিয়েছে।
Well said @SuPriyoBabul
"Why Pakistan's Atif Aslam Got Salman Khan's 'Dil Diya Gallan' When India's Arijit Singh Could Have Done A Better Job?" Questions Babul Supriyo
https://t.co/RUMYkTTof0@arijitsingh
— Anuj Mhatre (@anuj_sena) February 19, 2018
‘ওয়েলকাম টু নিউ ইয়র্ক’ ছবিতে সলমন অবশ্য অভিনয় করছেন না। তাঁকে একটি আইটেম গানে নাচতে দেখা যাবে। কিন্তু তা সত্ত্বেও এই ছবি থেকে অরিজিতের গান বাদ দিলেন এই সুপারস্টার। তাঁর এই আচরণের তীব্র সমালোচনা করে অরিজিতের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়। তিনি ভারতের ছবিতে পাক গায়কদের নিষিদ্ধ করার দাবি জানিয়ে বলেছেন, ‘যদি অরিজিতের গান বাদ দেওয়ার খবর সত্যি হয়, তাহলে রাহতের গান বাদ দিয়ে অন্য কাউকে দিয়ে গাওয়ানোর অনুরোধ করব নির্মাতাদের। অরিজিৎ অনেক ভাল গাওয়া সত্ত্বেও কেন আতিফ আসলাম দিল দিয়া গালা গানটি গাওয়ার সুযোগ পেল, সেটা আমার কাছে পরিষ্কার নয়। সংবাদ চ্যানেলগুলি যখন সীমান্তে পাক মদতপুষ্ট জওয়ানদের শহিদ হওয়ার খবর দেখাচ্ছে, তখন এফএম চ্যানেলগুলি পাক গায়কদের গান বাজাচ্ছে। আতিফ দিল দিয়া গালা গানটি দারুণ গেয়েছে। রাহতও বড় শিল্পী। কিন্তু আমাদের একটা বিষয় স্পষ্ট করে দেওয়া দরকার, কোনও শিল্পীকে নিয়ে সমস্যা নেই, আপত্তি পাকিস্তানের নাগরিকদের নিয়ে। এটা রাজনৈতিক অবস্থান নয়, যাঁরা ছেলে, ভাই, বাবাকে হারিয়েছেন, তাঁদের পাশে সারা দেশ থাকলে ভাল লাগবে।’ সোশ্যাল মিডিয়ায় অনেকেই বাবুলের এই বক্তব্য সমর্থন করেছেন।
Another #ArijitSingh Song Was Replaced By #SalmanKhan From The Movie...#WelcomeToNewYork..
Song Name #Ishtehaar Composed By Shamir Tandon And Penned By Charanjeet Charan Was Sung By #ArijitSingh .
But Now It Is Sung By #RahatFatehAliKhan ????
If this is true than Salamn *&#₹????
— Neeraj Karan ❤️❤️ (@neerajkarncool) February 18, 2018
"Why Pakistan's Atif Aslam Got #SalmanKhan 'Dil Diya Gallan' When India's Arijit Singh Could Have Done A Better Job?"
Is it Pakistan Prem? https://t.co/alnW6aRuW0
— Alok Katiyar????????(PartTimer) (@kattu_ak) February 18, 2018
Mr.khan..do your neighbouring country also promotes Indian talent...downfall you alsoface oneday..."Why Pakistan's Atif Aslam Got Salman Khan's 'Dil Diya Gallan' When India's Arijit Singh Could Have Done A Better Job?" Questions Babul Supriyo https://t.co/COJEdlQQKr
— Bhagyahh Anil (@bhagyahhanil) February 19, 2018