Malaika Arora: চোখে-মুখে ভয় স্পষ্ট! ম্যানেজারের উপর মারাত্মক চটলেন মালাইকা অরোরা
Moving In With Malaika: সম্প্রতি আরবাজ খানের সঙ্গে সম্পর্ক থেকে বিচ্ছেদ প্রসঙ্গে নানা কিছু বলতে শোনা যায় অভিনেত্রীকে। তবে, এবার তিনি মারাত্মক রেগে গেলেন মালাইকা অরোরা। কী হল অভিনেত্রীর সঙ্গে?
মুম্বই: সদ্যই শুরু হয়েছে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার (Malaika Arora) রিয়েলিটি শো 'মুভিং ইন উইথ মালাইকা' (Moving In With Malaika)। বি টাউনের তারকাদের সঙ্গে কথপোকথনে দেখা যাচ্ছে তাঁকে। মালাইকার জীবন নিয়ে কম চর্চা হয় না। তাঁর ব্যক্তিগত জীবনের উপর আগ্রহ প্রকাশ করেন অনুরাগীরা। সম্প্রতি আরবাজ খানের সঙ্গে সম্পর্ক থেকে বিচ্ছেদ প্রসঙ্গে নানা কিছু বলতে শোনা যায় অভিনেত্রীকে। তবে, এবার তিনি মারাত্মক রেগে গেলেন মালাইকা অরোরা। কী হল অভিনেত্রীর সঙ্গে?
কেন ম্যানেজারের উপর রেগে গেলেন মালাইকা অরোরা?
'মুভিং ইন উইথ মালাইকা'র দ্বিতীয় এপিসোড সম্প্রচারিত হওয়ার পরই অন্য রূপে দেখা গেল মালাইকা অরোরাকে। অভিনেত্রীর চোখে মুখে ধরা পড়ল ভয়। শুধু তাই নয়, অভিনেত্রী বেজায় রেগেও গেলেন তাঁর ম্যানেজারের উপর। জানালেন, একটি স্টান্ট তাঁকে করার কথা বলেন তাঁর ম্যানেজার। আর সেই কারণেই মূলত ম্যানেজারের উপর রেগে গেলেন মালাইকা।
আরও পড়ুন - Vicky-Katrina Anniversary: প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করতে কোথায় গেলেন ভিকি-ক্যাটরিনা?
বলিউডের তারকারা আজকাল প্রায় সকলেই নিজেই স্টান্ট দৃশ্যে অভিনয় করেন। অক্ষয় কুমার থেকে প্রিয়ঙ্কা চোপড়া। বি টাউনের বেশিরভাগ তারকাকেই দেখা যায় নিজের স্টান্ট দৃশ্যে অভিনয় করতে। 'মুভিং ইন উইথ মালাইকা'র একটি এপিসোডে গাড়ি চালিয়ে কাঁচ ভাঙার একটি দৃশ্য মালাইকাকে করার কথা বলেন তাঁর ম্যানেজার। আর যেহেতু দুর্ঘটনার কবলে পড়ার পর থেকে গাড়ির চালকের আসনে বসেননি অভিনেত্রী, তাই ম্যানেজারের কথায় বেজায় রেগে যান মালাইকা। ম্যানেজারের উপর ক্ষুব্ধ মালাইকা বলেন, 'না, আমি এটা করতে চাই না। আমি এটা করব না।' যখন তাঁকে বোঝানোর চেষ্টা করেন তাঁর ম্যানেজার যে, সমস্তরকম নিরাপত্তা নেওয়া রয়েছে, তখন আরও রেগে যান অভিনেত্রী।
">
">