Vicky-Katrina Anniversary: প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করতে কোথায় গেলেন ভিকি-ক্যাটরিনা?
Vicky Katrina Wedding Anniversary: দেখতে দেখতে বিবাহিত জীবনে একটা বছর কাটিয়ে ফেললেন তাঁরা। আর প্রথম বিবাহবার্ষিকী বিশেষভাবে উদযাপন করতে কোথায় গেলেন ভিকি - ক্যাটরিনা?
মুম্বই: আগামীকাল অর্থাৎ ৯ ডিসেম্বর প্রথম বিবাহবার্ষিকী বলিউডের দুই জনপ্রিয় তারকা ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif)। গত বছর এই দিনেই বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বসেছিল তাঁদের বিয়ের আসর। চূড়ান্ত নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে বিয়ে সারেন দুই তারকা। দেখতে দেখতে বিবাহিত জীবনে একটা বছর কাটিয়ে ফেললেন তাঁরা। আর প্রথম বিবাহবার্ষিকী (Vicky Katrina Wedding Anniversary) বিশেষভাবে উদযাপন করতে কোথায় গেলেন ভিকি - ক্যাটরিনা?
ভিকি - ক্যাটরিনার প্রথম বিবাহবার্ষিকী-
এদিন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিগুলিতে তাঁকে ফ্লোরাল প্রিন্টের সোয়েটার এবং তার সঙ্গে জিনসে দেখা যাচ্ছে। ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, 'পাহাড়ে'। আর তাঁকে ক্যামেরাবন্দি করেছেন স্বামী ভিকি কৌশল। সে কথাও লিখেছেন নিজের পোস্টে। বোঝাই যাচ্ছে, প্রথম বিবাহবার্ষিকীতে পাহাড়ে রোম্যান্টিক মেজাজে কাটাতে চলেছেন দুই তারকা। পাশাপাশি, এই ছবিতেও তাঁকে ঢিলেঢালা পোশাকে দেখা যাচ্ছে। তাই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন থামল না একেবারেই। বরং, আরও বেড়ে গেল। নেটিজেনরা কমেন্ট করছেন এমনটাই।
">
আরও পড়ুন - Bigg Boss 16: 'বিগ বস ১৬'র প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতে চলেছেন এই বাঙালি কন্যা
">
">