Anil Kapoor: হবু মা সোনমের অন্তঃসত্ত্বাকালীন পরিস্থিতি সম্পর্কে মুখ খুললেন অনিল কপূর
এবার হবু মা সোনমের (Sonam Kapoor) অন্তঃসত্ত্বাকালীন পরিস্থিতি সম্পর্কে মুখ খুললেন বাবা অনিল কপূর (Anil Kapoor)। জানালেন, দাদু হওয়ার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন।
মুম্বই: আর কিছুদিন পরই মা হবেন বলিউড অভিনেত্রী সোনম কপূর (Sonam Kapoor)। কিছুদিন আগেই তাঁর মা হতে চলার খবর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিশেষ পোস্টের মাধ্যমে জানান। অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় বেশ কিছু ফোটোশ্যুটও করেছেন সোনম। তার ছবি ভিডিও শেয়ার করেন নেট দুনিয়ায়। এবার হবু মা সোনমের অন্তঃসত্ত্বাকালীন পরিস্থিতি সম্পর্কে মুখ খুললেন বাবা অনিল কপূর (Anil Kapoor)। জানালেন, দাদু হওয়ার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন।
সোনম কপূরের অন্তঃসত্ত্বাকালীন পরিস্থিতি প্রসঙ্গে অনিল কপূর-
এক সাক্ষাৎকারে অন্যান্য বাবা-মায়ের মতোই অনিল কপূর জানালেন তিনি এবং তাঁর স্ত্রী সুনীতা কপূর অত্যন্ত যত্নের সঙ্গে সোনম, রিয়া এবং হর্ষবর্ধনের দেখভাল করেছেন। সোনম কপূরের মা হওয়ার খবরে উত্তেজিত হয়ে পড়েন অনিল কপূর। তিনি বলেন, 'আমি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়ি। পাশাপাশি খুব খুশিও হয়েছি। এখন সদ্যোজাত সন্তানের অপেক্ষায় দিন গুনছি।' তিনি জানান, তাঁর কন্যা সোনম একজন পারফেকশনিস্ট। তাই মা হিসেবে সেরা হবেন সোনম।
আরও পড়ুন - Bollywood Celebrity Updates: বিচ্ছেদের জল্পনার মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট সিদ্ধার্থ-কিয়ারার
এক সাক্ষাৎকারে অনিল কপূর বলেন, 'সোনম যা করে অত্যন্ত পারফেকশনের সঙ্গে করে। আমি নিশ্চিত মা হিসেবেও ও ততটাই নিখুঁত হবে। আমি ওর লন্ডনের বাড়িতে গিয়েছি, দিল্লির বাড়িতে গিয়েছি। আর এখন ওর মুম্বইয়ের বাড়িও তৈরি হয়েছে অসাধারণভাবে ওর সন্তানের জন্য। মা, মাসি, ঠাকুমা সকলের কাছ থেকে ও ভালোবাসা ও যত্ন পাচ্ছে। ও যেভাবে নিজে বড় হয়েছে, তাতে আমি নিশ্চিত ও নিজেও ততটাই ভালো মা হবে।'
অনিল কপূরকে খুব শীঘ্রই দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মের ছবি 'থর'-এ। এই ছবিতে তাঁর সঙ্গেই দেখা যাবে তাঁর ছেলে হর্ষবর্ধন কপূরকে। রাজ সিংহ চৌধুরীর পরিচালনায় একই ছবিতে কাজ করতে চলেছেন অনিল কপূর ও হর্ষবর্ধন কপূর। রাজস্থানের এক অ্যান্টিক ডিলারের চরিত্রে দেখা যাবে হর্ষবর্ধনকে। রাজস্থানের প্রত্যন্ত গ্রামে একের পর এক নৃসংশ হত্যার ঘটনা থেকে তাঁর সফর শুরু। স্থানীয় পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অনিল কপূরকে। নাম সুরেখা সিংহ। তিনি এই হত্যালীলার তদন্তভার নেবেন এবং এই ডিলারের ওপর সন্দেহ পড়বে তাঁর।