Anil Kapoor Update: শ্রীলঙ্কায় শ্যুটিংয়ের নানা ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার অনিল কপূরের
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেতা অনিল কপূর। ৬৫ বছর বয়সী অভিনেতা শ্রীলঙ্কার প্রাকৃতিক পরিবেশে নিজের বিভিন্ন ছবি পোস্ট করে কোথাও লিখেছেন, 'স্বর্গীয় অনুভূতি।'
মুম্বই: এই মুহূর্তে শ্রীলঙ্কায় ছবির শ্যুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন অনিল কপূর (Anil Kapoor)। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বেশ কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা। কখনও তাঁকে দেখা যাচ্ছে ব্যাডমিন্টন খেলতে, আবার কখনও দেখা যাচ্ছে ব্যস্ত শিডিউলের মধ্যে সাইকেল চালাতে।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেতা অনিল কপূর। ৬৫ বছর বয়সী অভিনেতা শ্রীলঙ্কার প্রাকৃতিক পরিবেশে নিজের বিভিন্ন ছবি পোস্ট করে কোথাও লিখেছেন, 'স্বর্গীয় অনুভূতি। এত সুন্দর পরিবেশে থাকতে ভালোলাগছে।' আবার ব্যাডমিন্টন খেলার ছবি এবং সাইকেল চালানোর ছবি পোস্ট করে লিখেছেন, 'ব্যস্ত শ্যুটিং শিডিউলের মধ্যে থেকে সময় বের করে উপভোগ করছি।' কোনও ছবিতে আবার তাঁকে স্নুকার খেলতে দেখা যাচ্ছে। শনিবারের রাত কাটিয়ে রবিবারের সকাল কেমন কাটালেন অভিনেতা, তার একটি মজাদার ভিডিও পোস্ট করেছেন।
আরও পড়ুন - Ek Villain Returns: 'এক ভিলেন রিটার্নস' ছবির শ্যুটিং শেষ করলেন দিশা পটানি
'মিস্টার ইন্ডিয়া' অভিনেতার ইনস্টাগ্রাম স্টোরিতে চোখ রাখলে সেখানে একাধিক পশুপাখির ছবি চোখে পড়বে। ময়ূরের ছবি পোস্ট করেছেন নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে। প্রসঙ্গত, বর্তমানে ব্রিটিশ স্পাই থ্রিলার সিরিজ 'দ্য নাইট ম্যানেজার'-এর হিন্দি রিমেকের জন্য কাজ করছেন অনিল কপূর। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে আদিত্য রয় কপূর ও সবিতা ধুলিপালাকে। মুখ্য চরিত্রে এঁরা ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আরও বেশ কিছু তারকা।
প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই নিজের ইনস্টাগ্রাম (Anil Kapoor Instagram) হ্যান্ডলে বলিউড (Bollywood) সুপারস্টার অনিল কপূর তাঁর স্কুলের ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে একঝাঁক কচিকাঁচাদের সঙ্গে আর শিক্ষিকার সঙ্গে দেখা যাচ্ছে বলিউড তারকাকে। ছবি পোস্ট করে অনিল কপূর লিখেছেন, 'যদি পারেন তো খুঁজে বের করুন আমায়।' ছবি পোস্ট করে তিনি হ্যাশট্যাগে বুঝিয়ে দিয়েছেন যে, এটি তাঁর প্রথম শ্রেণীতে পড়াকালীন ছবি। কোনও নেট নাগরিক লিখলেন, ''আমি তো সেই ড্যাশিং গোঁফ দেখতেই পাচ্ছি না''। আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'তৃতীয় ধাপের ১২ নম্বর ছেলেটি আপনি।'