(Source: ECI/ABP News/ABP Majha)
Tripti Dimri: আলোচনায় রণবীর কপূরের সঙ্গে 'অন্তরঙ্গ' দৃশ্য, কী প্রতিক্রিয়া 'অ্যানিম্যাল' অভিনেত্রী তৃপ্তি দিমরির?
Tripti Dimri Reaction: সম্প্রতি অভিনেত্রী জানান যে ছবিতে রণবীর কপূরের সঙ্গে বহু চর্চিত সেই অন্তরঙ্গ দৃশ্য দেখে খানিক 'স্তম্ভিত' হয়ে অভিনেত্রীর বাবা-মা তাঁকে বলেন যে 'ওই চরিত্রটি করা উচিত হয়নি'।
নয়াদিল্লি: মুক্তির পর থেকেই যেমন চর্চায় রণবীর কপূর (Ranbir Kapoor) অভিনীত 'অ্যানিম্যাল' (Animal) ছবিটি, তেমনই পাল্লা দিয়ে চর্চায় অভিনেত্রী তৃপ্তি দিমরিও (Tripti Dimri)। ছবিতে তৃপ্তি অভিনীত জোয়া (Zoya) চরিত্রটি নজর কেড়েছে সকলের। একইসঙ্গে যে কোনও মহিলা চরিত্রদের চরিত্রায়ণের ক্ষেত্রে পুরুষদের প্রাধান্য দেওয়ার জন্য যথেষ্ট সমালোচিত হচ্ছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandeep Reddy Vanga)। নিজের এই চরিত্র সম্পর্কে কী বক্তব্য অভিনেত্রী তৃপ্তির? সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর বাবা-মায়ের প্রতিক্রিয়াও জানিয়েছেন অভিনেত্রী।
রণবীর কপূরের সঙ্গে তৃপ্তির 'অন্তরঙ্গ' দৃশ্য সম্পর্কে কী বলেন অভিনেত্রী?
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান যে ছবিতে রণবীর কপূরের সঙ্গে বহু চর্চিত সেই অন্তরঙ্গ দৃশ্য দেখে খানিক 'স্তম্ভিত' হয়ে অভিনেত্রীর বাবা-মা তাঁকে বলেন যে 'ওই চরিত্রটি করা উচিত হয়নি'।
'অ্যানিম্যাল' ছবিতে মেয়েকে দেখে বাবা-মায়ের প্রতিক্রিয়া কী ছিল? অভিনেত্রী বলেন, 'আমার মা-বাবা খানিকটা নিরাশ হয়েছিলেন। ওঁরা বলেন, 'আমরা কখনও সিনেমায় এমন কিছু দেখিনি আর তুমি সেটা করে ফেললে।' ওই দৃশ্য থেকে বেরিয়ে আসতে তাঁদের খানিক সময় লেগেছিল। যদিও আমাকে খুব মিষ্টি করেই বুঝিয়েছিলেন। ওঁদের কথা ছিল, 'তোমার এটা করা উচিত হয়নি... কিন্তু ঠিক আছে। অভিভাবক হিসেবে, স্বাভাবিকভাবেই আমাদের এরকম মনে হবে।''
অভিনেত্রী বলে চলেন যে তিনি বাবা-মাকে বোঝান যে একজন অভিনেত্রী হিসেবে যে কোনও চরিত্রকে যতটা সৎভাবে সম্ভব পর্দায় ফুটিয়ে তোলাই তাঁর কর্তব্য। তৃপ্তির কথায়, 'আমি ওঁদের বলি যে আমি কিছু ভুল করছি না। এটাই আমার কাজ এবং যতক্ষণ আমি স্বচ্ছন্দ্য ও সুরক্ষিত, ততক্ষণ এতে আমি কোনও ভুল দেখছি না। আমি একজন অভিনেত্রী এবং যে চরিত্রে আমি অভিনয় করছি তাতে আমি ১০০ শতাংশই সৎ থাকার চেষ্টা করব এবং আমি তাইই করেছি।'
তৃপ্তি এর আগে নিজের চরিত্র সম্পর্কে বলেছিলেন, শ্যুটিংয়ের সময় তিনি যথেষ্ট সহজ বোধ করেছিলেন এবং পরিচালক তাঁকে আগে থেকেই চরিত্র নিয়ে কথা বলে প্রত্যেকটা দৃশ্য ভাল করে বুঝিয়ে দিয়েছিলেন। অভিনেত্রীর আরও দাবি, তিনি জানেন যে ওই দৃশ্যগুলি একাধিক আলোচনা, বিতর্ক ও সমালোচনার উদ্রেক করেছেন, তা সত্ত্বেও তিনি মনে করেন যে প্রত্যেক মানুষেরই একটি অন্ধকার ও আত্মকেন্দ্রিক দিক থাকতেই পারে।
কী ছিল সেই দৃশ্যে যা বিতর্ক তৈরি করে?
'অ্যানিম্যাল' ছবির একাধিক দৃশ্য নিয়েই আলোচনা উঠেছে তুঙ্গে। তার মধ্যে অন্যতম যেখানে তৃপ্তি দিমরির জোয়া চরিত্রটিকে রণবীর কপূরের চরিত্র রণবিজয় সিংহ, ওরফে বিজয়, নিজের জুতো লেহন করতে বলেন। কেন? জোয়া বিরোধীপক্ষের তা জানতে পারার পর এভাবেই তাকে বিজয়ের প্রতি নিজের ভালবাসার প্রমাণ দিতে বলে সে। তৃপ্তি দিমরি হয়তো নিজে বাস্তব জীবনে এই কাজ করতেন না, কিন্তু জোয়া তাইই করে কারণ রণবিজয়কে ব্যবহার করার জন্য সে অনুতপ্ত বোধ করতে থাকে।
আরও পড়ুন: Shah Rukh Khan: 'পাঠান', 'জওয়ান'-এর আকাশছোঁয়া সাফল্য, 'ডাঙ্কি' মুক্তির আগেও বৈষ্ণোদেবীর শরণে শাহরুখ
সমালোচনা, বিতর্কের ঝড় টপকে বক্স অফিসে যদিও ঝোড়ো ইনিংস চলছে রণবীর কপূর, রশ্মিকা মান্দানা, অনিল কপূর, ববি দেওল অভিনীত এই ছবির। রণবীর কপূরের কর্মজীবনের এখনও পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা ছবি এটি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।