Anirban-Arna New Film: হাড়হিম করা ঠাণ্ডা সংলাপেই প্রশংসিত অনির্বাণ, অর্ণর পরিচালনায় 'অথৈ'-এর ঝলক প্রকাশ্যে
Anirban Bhattacharya: এর আগে মঞ্চে একাধিক সফল নাটক পরিচালনা করেছেন অর্ণ, তবে এই প্রথম তিনি বড়পর্দায় পরিচালকের আসনে। ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য্য
কলকাতা: মঞ্চ সফল এক গল্পকে ছবির পর্দায় তুলে আনা। একেবারে অন্য আঙ্গিকে, অন্য মোড়কে। কিন্তু সেই গল্পের স্বাদ থাকতে হবে একেবারে একই রকম। আকর্ষণীয়, শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত বইয়ে দেওয়া মতো বিশ্বাসঘাতকা, মিথ্যের এক গল্প। কাজটা কঠিন বটে, তবে সেই পরীক্ষায় পাস করলেন অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukhopadhyay), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya)?
প্রকাশ্যে এসেছে নতুন ছবি 'অথৈ' (Athhoi) -এর প্রথম ঝলক। এর আগে মঞ্চে একাধিক সফল নাটক পরিচালনা করেছেন অর্ণ, তবে এই প্রথম তিনি বড়পর্দায় পরিচালকের আসনে। ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য্য। তবে এই দুই অভিনেতা পরিচালককেই দেখা যাবে ছবির দুই মুখ্যচরিত্রে। কিংবদন্তি সাহিত্য 'ওথেলো'-র অনুকরণেই 'অথৈ'। ছবিতে অথৈ লোধা (Athhoi Lodha)-র ভূমিকায় দেখা যাবে অর্ণকে। 'ওথেলো'-র ইয়াগো এই গল্পে 'গোগো'। যাঁরা মঞ্চে 'অথৈ' দেখেছেন, তাঁদের মনে এই চরিত্রে অনির্বাণের ঠাণ্ডা ক্রুর অভিনয় দাগ কাটতে বাধ্য। পর্দাতেও 'গোগো'-র চরিত্রে দেখা যাবে অনির্বাণকেই।
অন্যদিকে এই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সোহিনী সরকার (Sohini Sarkar)। 'ওথেলো'-র ডেসডিমোনা এখানে দিয়া। এই চরিত্রেই অভিনয় করছেন সোহিনী। এই ত্রয়ীর সমীকরণ এবার পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকেরা। এই ছবি নিয়ে 'অথৈ'-এর পরিচালক অর্ণ বলছেন, 'ওথেলোর মতো চিরনবীন একটা গল্পের মধ্যে দিয়ে আমরা মানুষের বিভিন্ন আবেগ, চরিত্রের ধূসর দিকগুলিকে ছবির পর্দায় তুলে ধরার চেষ্টা করছি। ভালবাসা, হিংসা আর লক্ষ্য.. এই তিনটি জিনিস যে মানুষের জীবনে কত উথাল-পাথাল ঘটাতে পারে। সেটাই এই ছবিতে তুলে ধরার চেষ্টা করেছি আমরা।' এসভিএফ প্রযোজনা সংস্থার প্রযোজনায় ১৪ জুন মুক্তি পাবে এই সিনেমা।
সোশ্যাল মিডিয়ায় টিজার দেখে অনুরাগীরা যে বেশ উচ্ছ্বসিত, তা বোঝা যায় কমেন্ট সেকশনে চোখ রাখলেই। অনেকেই এই ছবিকে তুলনা করেছেন হাই বাজেট বলিউড ছবির সঙ্গে। অনেকে আবার প্রশংসা করেছেন অনির্বাণ ও অর্ণর অভিনয়ের।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।