Swargorom Plus: আটক হুমায়ুনের ছেলে, নিরাপত্তারক্ষী পুলিশকর্মীকে মারধরের অভিযোগ
Swargaram Plus LIVE I হুমায়ুন কবীরের নিরাপত্তায় মোতায়েন পুলিশের কনস্টেবলকে মারধরের অভিযোগ। আটক করা হল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের ছেলেকে। বিধায়কের বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে সাইবার ক্রাইম সেল।'ছুটি চেয়েছিলেন হুমায়ুন কবীরের নিরাপত্তারক্ষী, রাজি হননি বিধায়ক। হুমায়ুনের ছেলে এসে নিরাপত্তারক্ষীকে মারধর করেন। অভিযোগ পেয়ে বাড়িতে গিয়েছিল পুলিশ। দাবি জেলা পুলিশ সূত্রে। নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ, আটক করার পর ছেড়ে দেওয়া হল হুমায়ুন-পুত্রকে। ৮ ঘণ্টা পর শক্তিপুর থানা থেকে বেরলেন বিধায়ক-পুত্র। গোলাম নবি আজাদ ওরফে রবিনকে ৮ ঘণ্টা পর ছেড়ে দিল পুলিশ। জামিন অযোগ্য ধারায় মামলা রুজুর পর ছেড়ে দেওয়া হল হুমায়ুন-পুত্রকে। সরকারি কর্মীকে মারধর, কাজে বাধা-সহ একাধিক ধারায় মামলা রুজু। হুমায়ুন ও তাঁর ছেলের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের। নিরাপত্তারক্ষী কনস্টেবলকে মারধরের অভিযোগে জামিন অযোধ্য ধারায় মামলা। হুমায়ুনের ছেলেকে ফের থানায় হাজিরার নোটিস পুলিশের।






























