এক্সপ্লোর
Advertisement
সাত পাকে বাঁধা পড়লেন অনির্বাণ ভট্টাচার্য, লাল শাড়িতে সিঁদুরে রাঙা মধুরিমা
জল্পনার অবসান! সাত পাকে বাঁধা পড়লেন অনির্বাণ ভট্টাচার্য। পাত্রী মধুরিমা গোস্বামী। আজ সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে ঘরোয়া অনুষ্ঠান করেই দাম্পত্য জীবন শুরু করলেন তাঁরা। হাজির ছিলেন পরিবারের সদস্যরা।
কলকাতা: জল্পনার অবসান। সাত পাকে বাঁধা পড়লেন অনির্বাণ ভট্টাচার্য। পাত্রী মধুরিমা গোস্বামী। আজ সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে ঘরোয়া অনুষ্ঠান করেই দাম্পত্য জীবন শুরু করলেন তাঁরা। হাজির ছিলেন পরিবারের সদস্যরা।
গত সপ্তাহেই শোনা গিয়েছিল বিয়ের খবর। সেই থেকেই সরগরম হয়েছে নেটদুনিয়া। প্রিয় নায়কের বিয়ের খবরে কখনও শুভেচ্ছা বন্যা আবার কখনও চোখে পড়েছে মহিলা অনুরাগীদের মনখারাপের পোস্ট। অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার তারকারাও। জানা যাচ্ছে পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন কিছু ঘনিষ্ট বন্ধুবান্ধবও।
দীর্ঘদিনের বান্ধবী মধুরিমাকেই জীবনসঙ্গী হিসাবে বেছে নিলেন রুপোলি পর্দার নায়ক। মধুরিমার জগত অবশ্য রুপোলি পর্দা নয়, থিয়েটার। প্রখ্যাত মূকাভিনয় শিল্পী পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামীর মেয়ে তিনি। লকডাউনের জন্য বাধ্য হয়েই কিছুটা পিছিয়ে দিতে হয়েছিল বিয়ে। অবশেষে সপ্তাহের শুরুতেই বিবাহিত জীবন শুরু করলেন অনির্বাণ-মধুরিমা।
লাল পাঞ্জাবিতে আড়ম্বরহীন ছিল অনির্বাণের সাজ। নববধূর পরণেও ছিল সাদামাটা লাল শাড়ি। সিঁথি ভরা সিঁদুরে। সৃজিত মুখোপাধ্যায়ের বিবাহ আসরে প্রথমবার একসঙ্গে দেখা যায় অনির্বাণ মধুরিমাকে। নিজের সম্পর্ককে স্বযত্নে গোপনে রেখেছিলেন অনির্বাণ। তবুও ইন্ডাস্টিতে কান পাতলেই শোনা যেত তাঁর প্রেমের খবর। অবশেষে বিয়ের আসরে শেষ হল জল্পনার, শুরু নতুন পথ চলা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement