Anirban Bhattacharyya: পর্দায় নয়, এবার মঞ্চে গান শোনানোর পরিকল্পনা অনির্বাণের, বিনামূল্যে দেখতে পারেন আপনিও!
Anirban Bhattacharyya News: অনির্বাণ সবসময়েই নতুন শিল্পীদের সঙ্গে কাজ করায় বিশ্বাসী। তাঁর ওয়েব সিরিজ থেকে শুরু করে ছবি.. সব জায়গাতেই তিনি গুরুত্বপূর্ণ চরিত্র দিয়েছেন নতুন অভিনেতা অভিনেত্রীদের
কলকাতা: বড়পর্দায়, ক্যামেরার সামনে-পিছনে তিনি অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেও তাঁর শিকড় রয়েছে থিয়েটারের মঞ্চে। আর সেখান থেকেই শুরু গানের প্রতি ভালবাসার। এরপরে অবশ্য তিনি প্লেব্যাক করেছেন একাধিক.. দর্শক আরও বেশি করে পরিচিত হয়েছেন তাঁর গানের সঙ্গে। এমনকি মঞ্চে শো করেছেন একাধিক, দর্শকদের মাতিয়ে রেখেছেন। তবে একটা গোটা শো-এর পরিকল্পনা ও রূপায়ণের দায়িত্বে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya)।
তবে কলকাতায় নয়, এই অনুষ্ঠান হবে বোলপুরে। আগামীকাল অর্থাৎ ১০ ফেব্রুয়ারি ২০২৪ -এ। অনির্বাণ ইতিমধ্যেই পরিচালক হিসেবেও যথেষ্ট ভালবাসা পেয়েছেন দর্শকদের। আর তাঁকে ঘিরে দর্শকদের প্রত্যাশাও বেড়েছে। আর এবার, বোলপুরে একটি অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন অনির্বাণ। তবে তিনি একা নন, এই অনুষ্ঠানের যাবতীয় আয়োজনের দায়িত্বে রয়েছে এসভিএফ মিউজিক (SVF Music)।
অনির্বাণ সবসময়েই নতুন শিল্পীদের সঙ্গে কাজ করায় বিশ্বাসী। তাঁর ওয়েব সিরিজ থেকে শুরু করে ছবি.. সব জায়গাতেই তিনি গুরুত্বপূর্ণ চরিত্র দিয়েছেন নতুন অভিনেতা অভিনেত্রীদের। এই শোতেও অনির্বাণ সামিল করেছেন একধাঁক নতুন প্রজন্মের শিল্পীদের। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন, দেবায়ন বন্দ্যোপাধ্যায়, মানিক ভট্টাচার্য্য, মানিক মজুমদার, অনীশ আহমেদ, প্রলয় সরকার, বুলেট, আকিব হায়াত, স্নেহালীনা ও সাম্য, ব্যান্ড কায়া ও পরিধি।
আগামীকাল বিকেল ৫টা থেকে বোলপুর বাস স্ট্যান্ড, প্রভাত সরণী, জামবুনিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যে কোনও সাধারণ মানুষই হাজির থাকতে পারেন অনুষ্ঠানে। কোনও প্রবেশমূল্য রাখা হয়নি এসভিএফের তরফ থেকে। গানের এই অনুষ্ঠানের সামগ্রিক দায়িত্ব রয়েছে অনির্বাণের কাঁধে, সঞ্চালনাও করবেন তিনিই। গানের সঙ্গে যাঁর যোগ গভীর... বিভিন্ন স্বাদের গানেই এই অনুষ্ঠান তাঁর উপস্থিতিতে এক অন্য মাত্রা পাবে বলেই আশা আয়োজকদের। এসভিএফ মিউজিককে পশ্চিমবঙ্গের কোণায় কোণায় পৌঁছে দেওয়ার উদ্দেশেই এই শো-এর আয়োজন করা হয়েছে বোলপুরে।
অভিনেয়ের ক্ষেত্রে, আপাতত মঞ্চের 'অথৈ'-কে পর্দায় তুলে ধরতে ব্য়স্ত অনির্বাণ। ২০১৬ সালে মঞ্চে 'অথৈ' নাটকটি নিয়ে এসেছিলেন অর্ণ, আর এবার সেই গল্পকেই পর্দায় নিয়ে আসছেন তিনি। মঞ্চের মতো পর্দাতেও পরিচালনার দায়িত্ব রয়েছে অর্ণর কাঁধেই। ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন অনির্বাণ। মুখ্যভূমিকায় দেখা যাবে অর্ণকে। নেতিবাচক ভূমিকায় রয়েছেন অনির্বাণ। এই ছবির নায়িকার ভূমিকায় দেখা যাবে সোহিনী সরকারকে। তবে অনির্বাণ নয়, অর্ণর সঙ্গে জুটি বাঁধবেন তিনি।
আরও পড়ুন: Devi Chowdhurani: শ্রাবন্তী শ্যুটিং ফ্লোরে নামতেই ভিড় সামলাতে হিমশিম, কী ঘটেছিল পুরুলিয়ায়?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।