Ankita Lokhande: কাছের মানুষ নিখোঁজ, পুলিশের দ্বারস্থ অঙ্কিতা লোখন্ডে
Ankita Lokhande News: কে নিখোঁজ অঙ্কিতার পরিবারে?

কলকাতা: পুলিশের দ্বারস্থ অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে (Ankita Lokhande) । অভিনেত্রীর কাছের মানুষ নিঁখোজ গত কয়েকদিন ধরেই । সেই কারণেই পুলিশের কাছে গিয়েছেন অভিনেত্রী । দায়ের করেছেন একটি এফআইআর (FIR) ও । কী ঘটেছে অভিনেত্রীর বাড়িতে?
অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তাঁর গৃহ পরিচারিকার মেয়ে আর তাঁর মেয়ের বন্ধু শান্তা গত ৩১ জুলাই থেকে নিখোঁজ । অঙ্কিতার গৃহ পরিচারিকা কান্তা আর তাঁর মেয়ে বান্ধবী গত ৩১ জুলাই থেকে নিখোঁজ । ইতিমধ্যেই মালবানি পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে । অঙ্কিতা জানিয়েছেন, এখনও দুটি মেয়েরই কোনও খোঁজ পাওয়া যায়নি । সেই কারণেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই সাহায্য চেয়েছেন অঙ্কিতা ।
অভিনেত্রী লিখেছেন যে, 'ওরা কেবল আমার গৃহ পরিচারিকা নন, পরিবারের একটা গুরুত্বপূর্ণ অংশ । মুম্বই পুলিশ ও মালবানি পুলিশ দয়া করে এই দুজন মেয়েকে খুঁজে বের করার কাজে চেষ্টা করুন । এই খবরটা ছড়িয়ে দিন আর মেয়ে দুটিকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করুন । কেউ যদি এই মেয়ে দুটিকে দেখে থাকেন বা মেয়েদুটির কথা অন্তত শুনেও থাকেন, তাহলে দয়া করে আমাদের জানান । আপনাদের সাহায্য এবং প্রার্থনা আমাদের খুব প্রয়োজন ।'
সদ্য একটি কারণের জন্য শিরোনামে উঠে এসেছিলেন অঙ্কিতা । সদ্যই গুঞ্জন ছড়িয়েছিল, যে তিনি সন্তানসম্ভবা । 'লাফটার শেফ ২'-এ আপাতত এই জুটিকে দেখা যাচ্ছে । সম্প্রতি অঙ্কিতা কৃষ্ণাকে বলেছেন যে তিনি দৌড়তে পারছেন না কারণ তিনি অন্তঃসত্ত্বা । এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শুভেচ্ছায় ভেসেছেন অভিনেত্রী । অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন অঙ্কিতা আর ভিকিকে পরিবারে নতুন সদস্য আগমনের খবর দেওয়ার জন্য । তবে অঙ্কি বা ভিকি কেউই এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি এই খবর । তবে অনেকেই মনে করছেন, অঙ্কিতা আর ভিকির পরিবারে আসতে চলেছে নতুন সদস্য ।
অন্যদিকে, পহেলগাঁও -এর ঘটনার পরে, শো বাতিল করে কটাক্ষের স্বীকার হয়েছিলেন অঙ্কিতা লোখন্ডে।
View this post on Instagram






















