(Source: ECI/ABP News/ABP Majha)
Mahesh Manjrekar Update: 'আমি এখন ক্যান্সারমুক্ত', ঘোষণা অভিনেতা-পরিচালক মহেশ মঞ্জরেকরের
Mahesh Manjrekar Update: ছবির ট্রেলার লঞ্চে পরিচালকের সঙ্গে ছিলেন সলমান খান এবং তাঁর সহশিল্পী এবং শ্যালক আয়ুষ শর্মা।
নয়াদিল্লি: সোমবার নিজেকে ক্যান্সারমুক্ত বলে ঘোষণা করলেন অভিনেতা-পরিচালক মহেশ মঞ্জরেকর। ইউরিনারি ব্লাডার ক্যান্সারের অস্ত্রোপচার হওয়ার মাস দুই পরে এই ঘোষণা 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ' পরিচালকের।
সলমান খান ও আয়ুষ শর্মা অভিনীত 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ' ছবির শ্যুটিং চলাকালীনই ৬৩ বছরের মহেশ মঞ্জরেকরের ক্যান্সার ধরা পড়ে। ছবির শেষ অংশ শ্যুটিং চলাকালীনই কেমোথেরাপি চলছিল তাঁর।
"অন্তিম"-এর সময়েই আমার ক্যান্সার ধরা পড়ে। ছবির শেষ অংশ শ্যুট করেছি যখন আমার ক্যান্সার ছিল ও কেমোথেরাপি চলছিল। আজ, আপনাদের খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমি এখন ক্যান্সারমুক্ত,' বলেন মঞ্জরেকর।
বিভিন্ন হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যায় মহেশ মঞ্জরেকরকে। সেগুলির মধ্যে 'কাঁটে', 'দাবাং', 'মুসাফির', '১০ কহানিয়াঁ', 'জ়িন্দা', 'ওয়ান্টেড', 'স্লামডগ মিলিওনেয়ার', সঞ্জয় দত্ত অভিনীত 'বাস্তব' বিশেষ উল্লেখের দাবি রাখে। তব্বু অভিনীত 'অস্তিত্ব' ছবিটির পরিচালনা করেছিলেন মহেশ মঞ্জরেকর। বিভিন্ন মরাঠি ছবিতে অভিনয়ের পাশাপাশি একাধিক মরাঠি ছবি পরিচালনাও করেন তিনি।
View this post on Instagram
শুধু হিন্দি ও মরাঠি ছবিই নয়, মহেশ মঞ্জরেকর একাধিক তামিল ও তেলুগু ছবিতেও অভিনয় করেছেন। ২০০৬ সালের ডান্স রিয়্যালিটি শো 'ঝলক দিখলা যা'-তেও অংশ নিয়েছিলেন তিনি। এছাড়া মরাঠি 'বিগ বস'-এর সঞ্চালনাও করেছেন মহেশ মঞ্জরেকর।