Shiv Shastri Balboa Film: ৫১৯তম ছবির প্রথম লুক প্রকাশ্যে আনলেন অনুপম খের, জুটি বাঁধছেন নীনা গুপ্তার সঙ্গে
'Shiv Shastri Balboa': পোস্টারে দেখা যাচ্ছে অনুপম খের রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, সঙ্গে নীনা গুপ্তা ও মিষ্টি পোষ্য রয়েছে। সঙ্গে রয়েছে তাঁদের মালপত্র। শার্ট জিন্সে ছাপোষা দেখাচ্ছে অনুপম খেরকে।
![Shiv Shastri Balboa Film: ৫১৯তম ছবির প্রথম লুক প্রকাশ্যে আনলেন অনুপম খের, জুটি বাঁধছেন নীনা গুপ্তার সঙ্গে Anupam Kher unveils first look poster of his 519th film Shiv Shastri Balboa, know details Shiv Shastri Balboa Film: ৫১৯তম ছবির প্রথম লুক প্রকাশ্যে আনলেন অনুপম খের, জুটি বাঁধছেন নীনা গুপ্তার সঙ্গে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/09/195d7097398282cbc24a9518a55487ff1662733469523229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বর্ষীয়ান অভিনেতা অনুপম খের (Anupam Kher) প্রকাশ্যে আনলেন তাঁর ৫১৯তম ছবির প্রথম লুক পোস্টার (First Look Poster)। ছবির নাম 'শিব শাস্ত্রী বলবোয়া' (Shiv Shastri Balboa)। অনুপম খেরের সঙ্গে দেখা যাবে নীনা গুপ্তাকে (Neena Gupta)।
প্রকাশ্যে 'শিব শাস্ত্রী বলবোয়া'র লুক পোস্টার
এদিন 'এ ওয়েডনেসডে' অভিনেতা ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেন ছবির প্রথম লুক। অভিনেতা লেখেন, 'আমার ছবি "শিব শাস্ত্রী বলবোয়া"র প্রথম লুক প্রকাশ্যে। ভারতীয় বংশোদ্ভুত মার্কিন পরিচালক অজয়ন বেনুগোপালনের ছবি। কিশোর বারিথ ও ইউএফআই মোশন পিকচার্স প্রযোজিত ছবি। রয়েছেন নীনা গুপ্তা।'
পোস্টারে দেখা যাচ্ছে অনুপম খের রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, সঙ্গে নীনা গুপ্তা ও মিষ্টি পোষ্য রয়েছে। সঙ্গে রয়েছে তাঁদের মালপত্র। শার্ট জিন্সে ছাপোষা দেখাচ্ছে অনুপম খেরকে। অন্যদিকে শাড়ি পরে পাশে অপেক্ষায় নীনা। এই ছবিতে দেখা যাবে যুগল হংসরাজকে। এর আগে একবার অনুপম খের জানিয়েছিলেন যে এই ছবি আমেরিকার এক ছোট্ট শহরে ভারতীয় পরিবারের বেঁচে থাকার গল্প বলবে। এই ছবির পরিচালনা করছেন অজয়ন বেনুগোপালন। তিনি একজন ভারতীয় স্ক্রিনরাইটার ও পরিচালক। তিনি মালয়লম টেলিভিশন শো 'আক্কারা কাজচকল'-এর পরিচালনা করেছিলেন।
View this post on Instagram
অন্যদিকে, কাজের ক্ষেত্রে, অনুপম খের আপাতত তাঁর নতুন ছবি 'ইমার্জেন্সি'র (Emergency) শ্যুটিং নিয়ে ব্যস্ত। কাজ চলছে 'দ্য সিগনেচার'-এরও (The Signature)। অন্যদিকে সূরজ বরজাতিয়ার (Suraj Barjatiya) 'উঁচাই' ছবিতেও তাঁকে দেখা যাবে, যেটি ১১ নভেম্বর মুক্তি পাবে।
আরও পড়ুন: Brahmastra Box Office Collection: রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র'র হাত ধরেই কি কাটবে বলিউডের খরা?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)