Brahmastra Box Office Collection: রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র'র হাত ধরেই কি কাটবে বলিউডের খরা?
'Brahmastra': প্রসঙ্গত, এই বছরে মুক্তিপ্রাপ্ত বলিউড ছবির মধ্যে 'ভুলভুলাইয়া ২' একমাত্র যেটা প্রথম দিনে দুই অঙ্কের ব্যবসা করেছিল। প্রথম দিনে কার্তিক আরিয়ানের ছবি ১৪ কোটি টাকার ব্যবসা করে।
মুম্বই: অবশেষে মুক্তি পেল রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) বহু প্রতীক্ষিত ছবি 'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান - শিবা' (Brahmastra: Part One – Shiva)। অয়ন মুখোপাধ্য়ায়ের (Ayan Mukerji) এই ছবি প্রথম দিনে কেমন ব্যবসা করতে পারবে? বক্স অফিসে ঝড় তুলতে পারবে এই ছবি?
'ব্রহ্মাস্ত্র' ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন
এক ছবিতে একাধিক তারকার সমাবেশ। রণবীর কপূর, আলিয়া ভট্ট, অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায়কে একসঙ্গে দেখা যাবে এই ছবিতে। কর্ণ জোহর প্রযোজিত এই ছবি ভারতীয় পুরাণ ও ইতিহাসের ওপর নির্ভর করে তৈরি হয়েছে। এটি 'অস্ত্রভার্স' ঘরানায় তৈরি প্রথম ছবি। 'অস্ত্র ব্রহ্মাণ্ড'-এর মধ্যে রয়েছে বানরাস্ত্র, নান্দেয়াস্ত্র, প্রভাস্ত্র, জলাস্ত্র, আগ্নেস্ত্র, পবনাস্ত্র, ব্রহ্মাস্ত্র। সেই দুনিয়ার প্রথম পর্ব এই মুক্তি পেল। তাঁদের হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি।
অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। নতুন পাওয়া তথ্য অনুযায়ী, গোটা দেশে 'ব্রহ্মাস্ত্র' ছবি প্রথম দিনে ১.৩১ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম সপ্তাহান্তে ২.৫০ লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়েছে প্রধান তিন ন্যাশনাল চেনের হাত ধরে। টিকিট বিক্রির ধারা দেখে অ্যানালিস্টদের ধারণা ছবিটি এই বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার হতে পারে। এবং অতিমারী আবহে সবচেয়ে বেশি ব্যবসা করা সপ্তাহান্তের নিরিখে হিন্দি সিনেমার তালিকায় শীর্ষে থাকতে পারে।
ট্রেড অ্যানালিস্টদের মতে এই ছবি প্রথম দিনে ২০ থেকে ২৫ কোটির ব্যবসা করতে পারে যদি রিভিউ ইতিবাচক হয়। যদি কয়েক সপ্তাহ সফলভাবে প্রেক্ষাগৃহে থেকে যায় তাহলে ১৩০ থেকে ২০০ কোটি পর্যন্ত ব্যবসা করে ফেলতে পারে। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের কথায়, এই ছবির হাত ধরে কাটতে পারে বলিউডের খরা। স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে বলিউড।
তরণ আদর্শ আরও বলেন যে কেবলমাত্র শুক্রবার বিক্রি হওয়া টিকিটের ৬৩ শতাংশই 'ব্রহ্মাস্ত্র'। শনিবার ২৫ শতাংশ ও রবিবার ১২ শতাংশ ছিল। আশা করা যাচ্ছে সেই পরিমাণ আরও বাড়তে থাকবে।
আরও পড়ুন: Bipasha Basu Baby Shower: আর ক'দিন পরই আসবে সন্তান, বাঙালি সাজে সাধভক্ষণ বিপাশা বসুর
অপর এক সূত্রের খবর, ৮ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, রবিবার পর্যন্ত এই ছবি ১২.৬০ কোটি টাকার টিকিট বিক্রি করেছে, যার মধ্যে ৩ডি টিকিট বিক্রি হয়েছে ৯.৭ কোটি টাকার।
প্রসঙ্গত, এই বছরে মুক্তিপ্রাপ্ত বলিউড ছবির মধ্যে 'ভুলভুলাইয়া ২' একমাত্র যেটা প্রথম দিনে দুই অঙ্কের ব্যবসা করেছিল। প্রথম দিনে কার্তিক আরিয়ানের ছবি ১৪ কোটি টাকার ব্যবসা করে। কিন্তু বাকি কোনও বলিউড ছবিই এত ভাল ব্যবসা করতে পারেনি। ফলে সকলের আশা 'ব্রহ্মাস্ত্র' এই খরা কাটিয়ে দেবে।