এক্সপ্লোর
ইতালিতে স্বপ্নের চেয়েও সুন্দর বিয়ের আয়োজন করার জন্যে শাদি স্কোয়াডকে ধন্যবাদ বিরুষ্কার
মুম্বই: গত ১১ ডিসেম্বর ইতালির তাস্কানিতে বিরুষ্কার চোখধাঁধানো বিয়ে বহুদিন পর্যন্ত চর্চার কেন্দ্রে থাকবে। এমনকি তারকা থেকে এখন বহু আম আদমিও এমনভাবে বিয়ের স্বপ্ন দেখছেন। আর এই স্বপ্নের মতো বিয়েকে স্বার্থক করার নেপথ্যে যে মাথাগুলো কাজ করেছে, ইন্সটাগ্রামে তাঁদের ধন্যবাদ জানিয়েছেন নবদম্পতি, মিস্টার এবং মিসেস কোহলি।
তাস্কানির এই বিয়েটি আয়োজনের নেপথ্যে ছিল শাদি স্কোয়াড নামের এক সংস্থা। ইন্সটাগ্রামে সেই সংস্থার সদস্যদের সঙ্গে একটি ছবি দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন বিরুষ্কা।
গত একবছর ধরে পরিকল্পনা করা হয়েছে এই বিয়ের। শাদি স্কোয়াড হচ্ছে এই বিয়ের অফিসিয়াল প্ল্যানার এবং লখনউয়ের মেয়ে দেবিকা নারায়ন হলেন এই বিয়ের অফিসিয়াল ওয়েডিং ডিজাইনার। বিয়েতে স্টিল ছবির দায়িত্বে ছিলেন জোসেফ রাধিক এবং ভিডিওগ্রাফির দায়িত্বে ছিল ওয়েডিং ফ্লিমার। তাঁরা ফ্যাশন ডিজাইার সব্যসাচী মুখোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়ে পুরো বিয়ের প্রস্তুতিটা নিয়েছেন।
আপাতত আগামী ২১ ও ২৬ ডিসেম্বর মুম্বই ও দিল্লিতে রিসেপশন রয়েছে বিরুষ্কার। সেদিন নতুন কী চমক অপেক্ষা করছে সকলের জন্যে সেদিকেই তাকিয়ে গোটা সোশ্যাল মিডিয়া। রিসেপশনের পর বিরুষ্কা যাচ্ছেন দক্ষিণ আফ্রিকা। তারপর সেখানেই ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন বিরাট। অনুষ্কা ভারতে ফিরে এসে তাঁর দুটি অসমাপ্ত ছবির কাজ শেষ করবেন এবং পরীর প্রচারে নামবেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement