Anushka Praises Jhulan Goswami: রেকর্ড গড়ার পর ঝুলন গোস্বামীকে কী বললেন তাঁর বায়োপিকের মুখ অনুষ্কা শর্মা?
আজকের পারফরম্যান্সের পর মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে থাকলেন ঝুলন গোস্বামী এবং লিনেট অ্যান ফুলস্টন। দুজনেরই এখন বিশ্বকাপে উইকেট সংখ্যা ৩৯। ঝুলকে শুভেচ্ছা জানালেন অনুষ্কা
মুম্বই: মহিলাদের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীর নজির গড়লেন 'চাকদহ এক্সপ্রেস' (Chakdah Express) ঝুলন গোস্বামী ( Jhulan Goswami)। যদিও বর্তমানে যুগ্মভাবে শিখরে রয়েছেন তিনি। এরকম একটা কৃতিত্বের জন্য দেশের একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবেই অভিনন্দন জানাতেন অনুষ্কা শর্মা। তার উপর তো তিনি দেশের ক্রিকেট আঙিনার বিচারে প্রাক্তন ফার্স্ট লেডিও তো বটে। এর সঙ্গে যোগ করুন অনুষ্কা শর্মার (Anushka Sharma) আনন্দটার কথা। কারণ, তাঁর পরবর্তী ছবি 'চাকদহ এক্সপ্রেস'। এই ছবিতে 'চাকদহ এক্সপ্রেস' বা ঝুলন গোস্বামীর বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি।
আজকের পারফরম্যান্সের পর মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে থাকলেন ঝুলন গোস্বামী এবং লিনেট অ্যান ফুলস্টন। দুজনেরই এখন বিশ্বকাপে উইকেট সংখ্যা ৩৯। অনুষ্কা শর্মা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ঝুলন গোস্বামীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে যুগ্ম সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার জন্য ঝুলন তোমাকে অভিনন্দন।'
প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে 'চাকদহ এক্সপ্রেস' ছবির জন্য নেটে বল নিয়ে প্র্যাকটিস করতে দেখা যায়। পর্দায় তাঁকে দেখা যাবে ফাস্টবোলার হিসাবে। দীর্ঘ তিন বছর পর ফিরছেন বিরাট কোহলির স্ত্রী। গত বছরের শেষে শোনা গিয়েছিল প্রযোজক হিসাবে পরিচালক প্রসিত রায়ের এই প্রোজেক্টের পাশে থাকলেও অভিনয় করবেন না। কিন্তু সব জল্পনায় জল ঢেলে দিয়ে অনুষ্কা জানিয়েছিলেন, ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে তাঁকেই।
সোশ্যাল মিডিয়ায় এই ছবির টিজার পোস্ট করে অনুষ্কা লিখেছিলেন, ‘এই ছবিটা খুব স্পেশ্যাল, কারণ এটা আত্মত্যাগের গল্প। এই ছবি ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবন কাহিনি দ্বারা অনুপ্রাণিত। মহিলা ক্রিকেট নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে এই ছবি। যখন ঝুলন ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিল, তখন মেয়েদের জন্য খেলার দুনিয়ায় পা রাখাটাই ছিল বড় চ্যালেঞ্জ। এই ছবিতে এমন অনেক গল্প উঠে আসবে যা ঝুলনের জীবনকে, মহিলা ক্রিকেটকে একটা দিশা দেখিয়েছে’।