এক্সপ্লোর
Advertisement
‘সুলতান’-এর সেটে ঘুঁটে দিলেন অনুষ্কা শর্মা
মুম্বই: ছবির জন্যে অভিনেতা-অভিনেত্রীদের কত কিছুই না করতে হয়, শিখতে হয়! এবার ‘সুলতান’ ছবির শ্যুটিং সেটে ছবির নায়িকা অনুষ্কা শর্মাকে দেখা গেল ঘুঁটে দিতে। এই ছবিতে অনুষ্কা একজন গ্রাম্য মেয়ের চরিত্রে অভিনয় করছেন, যিনি পেশায় পালোয়ানও। কিন্তু স্টাইলিশ, শহুরে অনুষ্কা, ছবির জন্যে একেবারে এক নিষ্পাপ গ্রাম্য মেয়ের চরিত্র ফুটিয়ে তুলতে সবধরনের চেষ্টাই করছেন। তাই গ্রামের মেয়েরা যে কাজগুলো খুব অবলীলাতেই করেন, সেটাই ছবির শ্যুটিংয়ে করতে দেখা গেছে অনুষ্কাকে। ঘুঁটে দিয়েছেন নায়িকা।
ছবিতে অনুষ্কার চরিত্রের নাম আরফা। তিনি একদিকে যেমন ভাল কুস্তিগীর, তেমনই গৃহকর্মে নিপুনা। তবে ছবির এই দৃশ্যটি নায়িকা কতটা স্বচ্ছন্দে করতে পারবেন, সেই নিয়ে দ্বিধাগ্রস্থ ছিলেন সেটের সবাই। তবে সকলকে তাজ্জব করে কাজটি খুব সহজেই করে ফেলেছেন অনুষ্কা।
ছবির পরিচালক জানিয়েছেন, প্রতি পরিবারেই এমন একজন মহিলা থাকেন যিনি দশ হাতে সংসার ও বাইরের জগত্ সামলে সকলকে সুখে রাখার চেষ্টা করেন। পরিচালকের দাবি, আরফার চরিত্রের মাধ্যমে সেই সমস্ত মহিলার কথাই তিনি রুপোলি পর্দায় তুলে ধরেছেন।
তবে রিল লাইফের আরফার সঙ্গে রিয়েল লাইফের অনুষ্কারও বহু মিল রয়েছে। এই বছর এপ্রিল থেকে অনুষ্কা তাঁর নিজস্ব প্রডাকশন হাউসের ছবির কাজ নিয়ে পঞ্জাবে ব্যস্ত ছিলেন। মাঝে এক সপ্তাহের জন্যে তিনি ‘সুলতান’ ছবির শ্যুট শেষ করেন। পরে যান ‘ফিলাউরি’র সেটে। এভাবেই অনুষ্কা শর্মা একইসময় একাধিক চরিত্র সামলাচ্ছেন অবলীলায়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement