এক্সপ্লোর
Advertisement
প্রভাসের 'আদিপুরুষ'-এ সীতা? মা হওয়ার পরই শ্যুটিংয়ে অনুষ্কা?
একটি সূত্রের খবর, সীতার ভূমিকায় দেখা যেতে পারে অনুষ্কা শর্মাকে। অনুষ্কার সঙ্গে দেখা করে পুরো ভাবনাটা বুঝিয়েছেন ওম। অনুষ্কা নাকি উচ্ছ্বসিত। ইতিবাচক মনোভাব দেখিয়েছেন তিনি। সম্ভবত তাঁকেই এই বড় বাজেটের ছবিতে সীতা হিসাবে দেখা যাবে।
মুম্বই: রামায়ণকে আশ্রয় করে ‘আদিপুরুষ’ ছবি বানাচ্ছেন বলে জানিয়েছেন তানাজি-দি আনসাং হিরো-র পরিচালক ওম রাউত। তিনি রাম চরিত্রে ভেবেছেন বাহুবলী খ্যাত প্রভাসকে। সইফ আলি খানকে নিচ্ছেন রাবণ-এর চরিত্র মাথায় রেখে লঙ্কেশ-এর ভূমিকায়। এবার একটি সূত্রের খবর, সীতার ভূমিকায় দেখা যেতে পারে অনুষ্কা শর্মাকে। অনুষ্কার সঙ্গে দেখা করে পুরো ভাবনাটা বুঝিয়েছেন ওম। অনুষ্কা নাকি উচ্ছ্বসিত। ইতিবাচক মনোভাব দেখিয়েছেন তিনি। সম্ভবত তাঁকেই এই বড় বাজেটের ছবিতে সীতা হিসাবে দেখা যাবে।
সম্প্রতি অনুষ্কা ও তাঁর স্বামী বিরাট কোহলি নিজেদের প্রথম বাবা-মা হতে চলার খবর জানিয়েছেন। সূত্রের খবর, অনুষ্কা পাকা কথা দিলেই ছবির প্রোডাকশনের শিডিউল তৈরি করবে ওমের টিম। সূত্রটি জানাচ্ছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার দু মাসের মধ্যেই শ্যুটিং শুরু করতে তৈরি হয়ে যাবেন অনুষ্কা। জানুয়ারি নাগাদ তাঁকে শ্যুটিং শুরু করতে চান ওম। আদিপুরুষ রামায়ণের গল্প নিয়ে তৈরি হচ্ছে বলে ছবির প্রথম অংশটি হবে প্রভাস-সইফ দ্বৈরথ নিয়ে। সেই পর্বে অনুষ্কাকে প্রয়োজন হবে না।
যদিও অনুষ্কার এ ছবিতে অভিনয় করার বিষয়টি চূড়ান্ত হয়নি এখনও। সীতা চরিত্রে তিনিই ওমের প্রথম পছন্দ। কিন্তু এখনও চুক্তিপত্রে সই করেননি অনুষ্কা।
অন্যদিকে প্রভাস সম্প্রতি আরও দুটি বড় বাজেটের ছবির কথা ঘোষণা করেছেন। একটি রাধে শ্যাম। রোম্যান্টিক ছবি। তাঁর সঙ্গে থাকছেন পূজা হেগড়ে। পরিচালক রাধা কৃষ্ণ কুমার। অপরটি ছবিটির শিরোনাম স্থির হয়নি এখনও। কল্পবিজ্ঞান নির্ভর ছবিটির পরিচালক নাগ অশ্বিন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement