মাথায় এক ঢাল চুল, পুরনো ছবিতে অচেনা অপরাজিতা
একটি পুরনো ছবি, অন্যটি নতুন। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবির কোলাজ শেয়ার করে স্মৃতিতে ভাসলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। অভিনেত্রীর পুরনো ছবি দেখে মুগ্ধ নেটাগরিকরাও।
কলকাতা: একটি পুরনো ছবি, অন্যটি নতুন। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবির কোলাজ শেয়ার করে স্মৃতিতে ভাসলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। অভিনেত্রীর পুরনো ছবি দেখে মুগ্ধ নেটাগরিকরাও।
আজ ইনস্টাগ্রামের একটি পোস্টে নিজের দুটি ছবি ভাগ করে নেন অপরাজিতা। এর একটিতে অপরাজিতার মাথায় এক ঢাল চুল। কোমর ছাপানো সেই চুল নজর কেড়েছে সবার। অপর ছবিটি একেবারে সদ্য তোলা হয়েছে। সেই ছবিতে নজর কেড়েছে অপরাজিতার চিরপরিচিত প্রাণোচ্ছল হাসি। গায়ে রয়েছে হালকা গয়না। ছবির কোলাজ শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ক্যাপশানে অপরাজিতা লিখলেন, 'সময় পরিবর্তনশীল। বর্তমান কখনও অতীততে ঢেকে দিতে পারে না।' অতীতের কথা অবশ্য কখনোই ভুলতে চান না অভিনেত্রী। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিভিন্ন গল্পের আসরে, তাঁর ঝুলিতে থাকে ছোটবেলার অসংখ্য মজার স্মৃতি। সেই স্মৃতি থেকে তুলে আনা একটি ছবিই যেন অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী।
আপাতত একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অপরাজিতা। মৈনাক ভৌমিকের নতুন ছবি 'একান্নবর্তী'-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন তিনি। ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে অপরাজিতা আঢ্য, অলকনন্দা রায় ও সৌরসেনী মৈত্রকে। মৈনাকের আগের ছবি 'চিনি'-তেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল অপরাজিতা আঢ্যকে। ফের একবার মৈনাকের হাত ধরেই সম্পূর্ণ অন্যরকম একটা চরিত্রে অভিনয় করতে চলেছেন অপরাজিতা।
অন্যদিকে সদ্য মুক্তি পেয়েছে পাভেলেন নতুন ছবি 'কলকাতা চলন্তিকা'-র পোস্টার। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন অপরাজিতা। ছবির পোস্টারে ভিক্টোরিয়া, শহীদ মিনার, বেলুড় মঠ, লালবাজার, দক্ষিণেশ্বরের মন্দির-সহ কলকাতার বিভিন্ন জায়গার প্রতীকী ছবি ফুটে উঠেছে। পরিচালক পাভেল বলছেন ‘এই গল্পটা শহর কলকাতার তিন দিনের জীবনের গল্প। প্রথম দিন সে নিজের ছন্দে ছুটে চলে বিভিন্ন অলি গলি পথে, দ্বিতীয় দিনে কলকাতার রাজপথে পথে ভেঙে পড়ে একটা ফ্লাইওভার। সব ওলট পালট হয়ে যায়। তৃতীয় দিনে সে আবার ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করে।’
এছাড়াও শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নতুন ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করবেন অপরাজিতা।