Aparshakti Khurana Update: 'যব খুলি কিতাব' ছবির শ্যুটিং শেষ করলেন অপারশক্তি খুরানা
Aparshakti Khurana Update: সত্তরের কোঠায় দাঁড়িয়ে এক প্রবীণ জুটির প্রেম কাহিনি নিয়ে তৈরি এই ছবির পরিচালনা করেছেন সৌরভ শুক্ল। এই 'লাভবার্ডস'কে সেই সব করতে দেখা যাবে যা যুবক-যুবতীর প্রেমে দেখা যায়।
মুম্বই: 'যব খুলি কিতাব' (Jab Khuli Kitaab) ছবির শ্যুটিং শেষ করলেন (wrap up) অভিনেতা অপারশক্তি খুরানা (Aparshakti Khurana)। এই ছবিতে প্রবীণ অভিনেত্রী ডিম্পল কপাডিয়া (Dimple Kapadia) ও অভিনেত্রী পঙ্কজ কপূরের (Pankaj Kapur) সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।
জীবনের খুব চেনা অংশ নিয়ে তৈরি এই ছবিতে কাজ করা অভিজ্ঞতা ভাগ করে নিয়ে অপারশক্তি খুরানা বলেন, 'আশেপাশে এমন অভিজ্ঞতা সম্পন্ন শিল্পীদের সঙ্গ থাকলে কাজ কখনও সেভাবে কাজ বলে মনে হয় না। আমি নিশ্চিত 'যব খুলি কিতাব' ছবির প্রথম থেকে শেষ পর্যন্ত কাজের অভিজ্ঞতা আমাদের সকলের জন্যই খুব ভাল ছিল এবং আমার জন্য বিশেষ করে এটি একটি শিক্ষণীয় যাত্রা ছিল।'
তিনি আরও বলেন, 'ছবিটি তৈরি হয়েছে এই বিশ্বাসের উপর যে ভালবাসা বয়স মানে না। এবং আমি এই কথাটায় ভীষণভাবে বিশ্বাস করি। ডিম্পল জি ও পঙ্কজ জি অভিনীত এই সুন্দর প্রেমকাহিনি খুব শীঘ্রই বড়পর্দায় আসতে চলেছে। ভীষণ উত্তেজিত আমি এই ছবিটির জন্য।'
সত্তরের কোঠায় দাঁড়িয়ে এক প্রবীণ জুটির প্রেম কাহিনি নিয়ে তৈরি এই ছবির পরিচালনা করেছেন সৌরভ শুক্ল (Saurabh Shukla)। এই 'লাভবার্ডস'কে সেই সব কিছু করতে দেখা যাবে যা যুবক-যুবতীর প্রেমের সম্পর্কে দেখা যায়।
অপারশক্তি খুরানা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তাঁর কন্যা সন্তানকে নিয়ে বিশেষ দিনে বিশেষ পোস্ট দিতে কখনও ভোলেন না তিনি। প্রায় সেই সমস্ত পোস্ট ভাইরাল হয়ে যায়। সম্প্রতি 'কন্যা দিবস'-এ তাঁর পোস্ট মন ছুঁয়েছে সকলের।
View this post on Instagram
আরও পড়ুন: Kapil Sharma Update: ছেলে তৃষাণের প্রথম জন্মদিনে আদুরে পোস্ট কপিল শর্মার