Arbaz Khan Daughter: মেয়ের নাম প্রকাশ্যে আনলেন আরবাজ আর শৌরা, কী অর্থ একরত্তির নামের?
Arbaaz Khan Sshura Khan: আরবাজ খান এবং শৌরা খান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে তাঁদের মেয়ের নাম জানিয়েছেন অনুরাগীদের

কলকাতা: সদ্যই মা হয়েছেন শৌরা খান (Sshura Khan), দ্বিতীয়বারের জন্য বাবা হয়েছেন অভিনেতা আরবাজ খান (Arbaaz Khan)। নিজেরা সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ্যে না আনলেও, হাসপাতাল থেকেই প্রকাশ্যে এসেছিল এই সুসংবাদ। তবে এবার, কন্যাসন্তানকে নিয়ে প্রকাশ্যে এলেন বাবা আরবাজ। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনলেন মেয়ের নাম ও। সোশ্যাল মিডিয়ায় আরবাজ আর শৌরা জানিয়েছেন, তাঁদের মেয়ের নাম, সিপারা খান (Sipaara Khan)। কিন্তু এই নামের অর্থ কী?
আরবাজ খান এবং শৌরা খান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে তাঁদের মেয়ের নাম জানিয়েছেন অনুরাগীদের। তাঁরা একটি যৌথ পোস্ট করেছেন যেখানে লেখা আছে- 'ওয়েলকাম বেবি গার্ল সিপারা খান, লাভ ফ্রম আরবাজ অ্যান্ড শৌরা।' পোস্টের ক্যাপশনে শৌরা লিখেছেন- 'আলহামদুলিল্লাহ।' আরবাজ খান এবং শৌরা খান তাঁদের মেয়ের নাম রেখেছেন, 'সিপারা খান'। সিপারা ফারসি ভাষার একটি শব্দ। এই শব্দের অর্থ কোরানের ত্রিশটি অধ্যায়ের মধ্যে একটি। উল্লেখ্য, মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরানকে ৩০টি অধ্যায়ে ভাগ করা হয়েছে এবং তাদের মধ্যে একটি অধ্যায়কে 'সিপারা' বলা হয়। অনুরাগীরা প্রত্যেকেই আরবাজ আর শৌরার এই নামের প্রশংসা করেছেন।
শৌরা আর আরবাজের কোল আলো করে এসেছে কন্যাসন্তান। পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল শৌরা খানকে। এর আগেও, বাবা হয়েছেন আরবাজ। মালাইকা অরোরা (Malaika Arora)-র সঙ্গে তাঁর এক পুত্রসন্তান রয়েছে। মালাইকার সঙ্গে বিচ্ছেদ হলেও, আরবাজের সঙ্গে সন্তানের খুবই ভাল সম্পর্ক। আরবাজ পুত্র আরহান মায়ের সঙ্গে থাকলেও, বাবার বিয়ের পরেও খুব ভাল সম্পর্ক বজায় রেখেছেন বাবার সঙ্গে। এমনকি শৌরার যখন সাধের অনুষ্ঠান হয়েছিল, তখন সলমন খান ও অন্য়ান্য পরিবার পরিজনেদের সঙ্গে আমন্ত্রিত ছিলেন আরহান ও। বাবার সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় রেখেই চলেছেন আরহান। আর এবার, আরবাজের জীবনে শুরু হল নতুন অধ্যায়। তাঁর ও শৌরার প্রথম কন্যাসন্তান এসেছে পৃথিবীতে।
শৌরা খান বলিউডের অভিনেত্রী না হলেও, তিনি যুক্ত গ্ল্যামার দুনিয়ার সঙ্গেই। শৌরা পেশায় মেকআপ আর্টিস্ট। অতি সম্প্রতিই ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে আরবাজের ব্রেকআপের খবর সামনে আসে। নিজেই সে কথা সংবাদমাধ্যনে জানান জর্জিয়া। বিয়ের মানসিকতা নিয়েই সম্পর্কে জড়ান আরবাজ এবং শৌরা। সেই মতোই বিয়ে করলেন তিনি। অভিনয় জগতে যখন সদ্য সদ্য পা রেখেছেন, সেই সময়ই নয়ের দশকে মালাইকা আরোরা প্রেমে পড়েন আরবাজ। ১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ২০০২ সালে জন্ম নেয় তাঁদের ছেলে আরহান। দীর্ঘ ১৯ বছরের দাম্পত্যে ছেদ পড়ে ২০১৬ সালে। ২০১৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদে পড়ে আইনি সিলমোহর। এর দীর্ঘদিন পরে, শৌরার সঙ্গে সম্পর্কে জড়ান আরবাজ। অবশেষে সেই সম্পর্ক গড়ায় বিয়ের পিঁড়িতে। আর এখন, নতুন জীবন শুরু হল আরবাজের।
View this post on Instagram






















