8/12 New Song: বিনয়-বাদল-দীনেশের প্রতি শ্রদ্ধার্ঘ্য অরিজিৎ সিংহ ও সৌম্য ঋতের, প্রকাশ্যে '৮/১২' ছবির নতুন গান
8/12 New Song: অরুণ রায়ের 'এগারো' ছবিতে ' আমাদের সূর্য মেরুণ' গান দিয়ে বাংলা গানের সফর শুরু করেছিলেন অরিজিৎ সিংহ। এই '৮/১২' ছবিতে আরও একবার শোনা যাবে তাঁর গলায় গান।
কলকাতা: মুক্তি পেল '৮/১২' ছবির দ্বিতীয় গান, 'স্বাধীন হবে দেশ'। বিনয়, বাদল, দীনশের বীরগাঁথা বলবে এই ছবি। আর সেই ছবির নতুন গানে ভারতের স্বাধীনতা সংগ্রামের তিন কাণ্ডারি বিনয় বাদল ও দীনেশের প্রতি শ্রদ্ধা জানালেন অরিজিৎ সিংহ ও সৌম্য ঋত।
কান সিং সোধা নিবেদিত, কেএসএস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেনমেন্ট (KSS Productions & Entertainment) প্রযোজিত '৮/১২' ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আগামী ২৬ জানুয়ারি। ইতিমধ্যেই সেই খবর পৌঁছে গেছে দর্শকদের কাছে। ছবি মুক্তির দিন কয়েক বাকি আর। তার আগে আজ মুক্তি পেল ছবির দ্বিতীয় গান 'স্বাধীন হবে দেশ'। সৌম্য ঋতের সুরে ও কথায় এই গানে শ্রোতাদের বিশেষ চমক দিলেন ছবির নির্মাতারা।
অরুণ রায় পরিচালিত '৮/১২' (বিনয় বাদল দীনেশ) ছবির এই গানের মধ্যে দিয়েই আরও এক দুর্দান্ত বাংলা গান শ্রোতা দর্শকদের উপহার দিলেন অরিজিৎ সিংহ। অরুণ রায়ের 'এগারো' ছবিতে ' আমাদের সূর্য মেরুণ' গান দিয়ে বাংলা গানের সফর শুরু করেছিলেন অরিজিৎ সিংহ। আজ তিনি সারা ভারতে দাপিয়ে বেড়াচ্ছেন। তাঁর গানের গলায় বিভোর হয় আট থেকে আশি। দেশ থেকে বিদেশ নিজের গানে উন্মত্ত করেছেন তিনি লাখো লাখো মানুষকে। তবে 'এগারো' ছবির সেই গান যেন কোনও ভাবে প্রমাণ করে দিয়েছিল যে অরুণ রায়ের ছবিতে অরিজিৎ সিংহের গান মানেই বেশ অতিরিক্ত কিছু প্রাপ্তি। আর '৮/১২' (বিনয় বাদল দীনেশ) ছবির নতুন গান 'স্বাধীন হবে দেশ' সে কথাই যেন আরও একবার প্রমাণ করে দিল। সৌম্য ঋতের কথায় সুরে এই গানে নিজের দেশকে, মাতৃভমিকে নিজের শ্রদ্ধার্ঘ জানিয়েছেন অরিজিৎ। বিনয় বাদল দীনেশের বলিদানের কথা বাঙ্ময় হয়ে ফুটে উঠেছে এই নতুন গানে।
আরও পড়ুন: Upcoming Bengali Movie: মেয়ের জন্য দ্বিতীয়বার ছাদনাতলায় সোহম চক্রবর্তী, কিন্তু পাত্রী কে?
আগামী ২৬ জানুয়ারি অর্থাৎ এই প্রজাতন্ত্র দিবসে মুক্তি পেতে চলেছে '৮/১২' (বিনয় বাদল দীনেশ)। তবে তার আগেই যেন অরিজিৎ সিংহের এই গানের মধ্যে দিয়ে 'দেশ' নামক চেতনা মানুষের মনে জাগিয়ে তুললেন নির্মাতারা।