Arijit Singh: আন্তর্জাতিক শিল্পী টেইলর স্যুইফটকে পিছনে ফেলে শীর্ষস্থানের শিরোপা পেলেন অরিজিৎ
Arijit Singh Update: চলতি মাসের শুরুর দিকেই অরিজিতের অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। শিল্পী নিজেই সেই কথা ঘোষণা করে জানান অনুুষ্ঠান বাতিলের কথা। তবে সেই আবহেই মিলল সুখবর।
নয়াদিল্লি: অরিজিৎ সিংহ (Arijit Singh) না টেইলর স্যুইফট (Taylor Swift)? গত কয়েকদিন ধরেই চাপা উত্তেজনায় ছিলেন অনুরাগীরা, জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম 'স্পটিফাই'-এ ('Spotify') সবচেয়ে বেশি অনুরাগী সম্পন্ন সঙ্গীতশিল্পীর তালিকায় শীর্ষে কে? প্রায়ই তাঁদের দু'জনের ফলোয়ার সংখ্যা বদলাতে থাকে। এবার জানা যাচ্ছে যে আন্তর্জাতিক তারকাদের পিছনে ফেলে তালিকার শীর্ষে জিয়াগঞ্জের ছেলে।
'স্পটিফাই'র সবচেয়ে বেশি অনুরাগী সম্পন্ন শিল্পী অরিজিৎ সিংহ
জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মের সবচেয়ে বেশি ফলো হওয়া শিল্পী হচ্ছেন অরিজিৎ সিংহ (Most followed artist on Spotify)। পিছনে ফেললেন টেইলর স্যুইফটকে। ওই প্ল্যাটফর্মে অরিজিৎ সিংহের মোট ফলোয়ার সংখ্যা ১১৭.২ মিলিয়ন, যা স্যুইফটের থেকে ২১ হাজার বেশি। যদিও মাসিক শ্রোতার নিরিখে এখনও অরিজিতের থেকে অনেকটাই এগিয়ে টেইলর।
আপাতত টেইলর স্যুইফট 'স্পটিফাই'র দ্বিতীয় সর্বোচ্চ ফলোয়ার সম্পন্ন শিল্পী যাঁর অনুরাগীর সংখ্যা ১১৭.১৭ মিলিয়ন। তৃতীয় স্থানে রয়েছেন ব্রিটেনের এড শিরান। তাঁর অনুরাগীর সংখ্যা ১১৫.০১ মিলিয়ন। এই তালিকায় রয়েছেন আরিয়ানা গ্রান্ডে, ফলোয়ারের সংখ্যা ৯৮ মিলিয়ন, বিলি আইলিশ, ফলোয়ারের সংখ্যা ৯৬ মিলিয়ন।
২০২৩ সালের অগাস্ট মাসেও জয়ী হয়েছিলেন, টেইলর স্যুইফটকে টপকে গিয়ে। যদিও ফের সেই স্থানে পুনরায় ফিরে আসেন স্যুইফট। 'স্পটিফাই'তে প্রথম ভারতীয় শিল্পী হিসেবে ১০০ মিলিয়ন ফলোয়ার সংখ্যা পেরিয়ে যাওয়ার পরও অরিজিৎ সিংহ শিরোনামে উঠে আসেন। তিনি ছাড়া এ. আর. রহমান হচ্ছেন অপর একমাত্র ভারতীয় শিল্পী যিনি ওই প্ল্যাটফর্মে ৪৯ মিলিয়ন ফলোয়ার সমেত 'টপ ২০' তালিকায় আছেন।
অন্যদিকে, চলতি মাসের শুরুর দিকেই অরিজিতের অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। শিল্পী নিজেই সেই কথা ঘোষণা করে জানান অনুুষ্ঠান বাতিলের কথা। অরিজিৎ লিখেছিলেন, 'আমার প্রিয় অনুরাগীরা.. খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার কিছু শারীরিক সমস্যা রয়েছে। অগাস্ট মাসে আমাদের কনসার্টগুলোর দিন পরিবর্তন করতে হচ্ছে। আমাদের পারফরম্যান্সের জন্য আপনারা যে কতটা অধীরভাবে অপেক্ষা করেন সেটা আমি জানি। আপনাদের যদি এতে কোনোরকম সমস্যা হয়ে থাকে, তাহলে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।'
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।