Arjun Chakrabarty on Noboborsho: 'সারা বছর কেনাকাটা করে নববর্ষে নতুন জামা পাওয়ার উৎসাহটা চলে গিয়েছে'
ছোটবেলার নববর্ষ মানেই ছিল নতুন জামা। অর্জুন বলছেন, 'ছোটবেলার নববর্ষে নতুন জামা পাওয়ার একটা দারুণ আগ্রহ থাকত। কিন্তু এখন সারাবছরই আমরা কেনাকাটি করি। জানি না এই প্রজন্ম কতটা সেই নববর্ষে নতুন জামা পাওয়ার আনন্দ আর নস্ট্যালজিয়াটা বুঝতে পারবে'
কলকাতা: সারা বছর জামা কেনা সেই সময় ছিল না। নতুন জামা পাওয়ার দুটোই উৎসব ছিল সারা বছর। দুর্গাপুজো আর নববর্ষ। সেই সময়ে নতুন বছরে নতুন জামা পাওয়ার আনন্দটা বোধহয় ভোলা যায় না চিরকাল। বয়স বাড়ার পরে, তারকা হওয়ার পরে পরিবারের সঙ্গেই নতুন বছরে সময় কাটাতে ভালোবাসেন অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty)।
ছোটবেলার নববর্ষ মানেই ছিল নতুন জামা। অর্জুন বলছেন, 'ছোটবেলার নববর্ষে নতুন জামা পাওয়ার একটা দারুণ আগ্রহ থাকত। কিন্তু এখন সারাবছরই আমরা কেনাকাটি করি। জানি না এই প্রজন্ম কতটা সেই নববর্ষে নতুন জামা পাওয়ার আনন্দ আর নস্ট্যালজিয়াটা বুঝতে পারবে। এছাড়াও, নববর্ষ মানেই অনেকরকম কথা দেওয়া, নেওয়া। অর্জুন বললেন, 'নববর্ষ মানেই নিজের কাছে নিজের কিছু প্রতিজ্ঞা। সেটা রাখতে পারা আর না পারার মধ্যেও একটা মজা রয়েছে।'
আরও পড়ুন: 'নববর্ষের দিন কবিগুরুর জন্মদিন পালন করতাম শান্তিনিকেতনে'
কেমন করে কাটে অর্জুনের এখনকার নববর্ষ? অভিনেতা বলছেন, 'তেমন কোনও নিয়ম পালন করা হত না। কেবল বাড়িতে বাঙালি খাওয়া দাওয়া হত। এখনও সেই রীতিটা বজায় রয়েছে।' তবে নিজে কোনও পরিকল্পনা করেন না অর্জুন। তাঁর কাছে নববর্ষ অন্যানায দিনগুলোই মতো আরও একটা দিন এখন।'
সামনেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন বাংলা ছবি 'X=প্রেম'। খিলাৎ বন্দ্যোপাধ্যায়, জয়ী চৌধুরী, অর্ণব দত্ত ও অদিতি দত্তের জীবনের ওঠাপড়ার গল্পই বলবে সৃজিতের নতুন ছবি। মুখ্য দুটি ভূমিকায় অভিনয় করছেন অনিন্দ্য সেনগুপ্ত ও শ্রুতি দাস। এছাড়াও এই ছবিতে রয়েছেন মধুরিমা বসাক ও অর্জুন চক্রবর্তী। ছবির সুরের দায়িত্বেরও সিংহভাগ অংশে রয়েছে নতুনরা। সৃজিতের মতে, কলেজ প্রেমের গল্প বলতে নতুন মুখেদেরই দরকার ছিল। যাঁরা বহুদিন আগে কলেজ জীবন পেরিয়ে এসেছেন, এই চিত্রনাট্যে তাঁদের কাস্ট করলে মানাত না। তাঁর থেকে নতুন মুখেরা দর্শকদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবেন বলেই আশা সৃজিতের। তাঁর কথায়, 'আমার ছবি নতুনদের কাছ থেকে যৌবন শুষে নিয়ে চিরনতুন থাকে।'