এক্সপ্লোর
মালাইকার সঙ্গে গীর্জায় বিয়ে? ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় ক্লান্ত? মুখ খুললেন অর্জুন কপূর!

নয়াদিল্লি: মালাইকা অরোরার সঙ্গে অর্জুন কপূরের বিয়ের গুঞ্জনে সরগরম বলিউড। যুগলে কোথায় যাচ্ছেন, কী করছেন, সেইদিকে সবসময় চোখ সংবাদমাধ্যমের। ব্যক্তিগত জীবন নিয়ে এত চর্চায় কি বিরক্ত তাঁরা? তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয় ঠিকই, কিন্তু তা খুবই সামান্য বিষয়। যে জনপ্রিয়তা তাঁরা পান, সেই তুলনায় খুব কম দামই চোকাতে হয় তাঁদের, মনখোলা উত্তর অর্জুন কপূরের। ইদানীং মালাইকা আর অর্জুন যেখানে, সেখানেই পাপারাৎজিদের দৃষ্টি! সোশ্যাল মিডিয়ায় তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা অব্যহত। এই সর্বক্ষণের নজরদারিতে কি দমবন্ধ লাগে? কা বললেন অর্জুন? ‘আদৌ নয়! এটা খুবই সামান্য মূল্য। দিনের শেষে একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে আমরা যা পেয়ে থাকি, সেই তুলনায় এটা নেহাতই নগন্য ব্যাপার। লোকে জানতে চায়, আমরা কেমন আছি। আমরাও কতটা স্বাভাবিক, কী চিন্তাভাবনা করি, তা জানতে চায় মানুষ। এটা আমায় বিরক্ত করে না।’, মত বনি-পুত্রর। আমার ব্যক্তিগত জীবনে গোপনীয়তা দরকার! এমন ইচ্ছে আমাদের জগতে যদি কারও থাকে, তাহলে তাঁরা ভুল পেশায় এসে পড়েছেন! জানালেন, অভিনেতা অর্জুন। বলিউডের জনপ্রিয় তারকা অর্জুন বলেন, একজন ঠিক করে নিতে পারেন, ব্যক্তিগত জীবনের ঠিক কতটুকু তিনি জনসমক্ষে আনবেন। ‘জল্পনা, গুঞ্জন এগুলো আমাদের পেশার অঙ্গ। আমি প্রথম বা শেষ অভিনেতা নই, যার সঙ্গে এমনটা ঘটল!’, মত টু-স্টেটস এর নায়কের। এখন অর্জুন-মালাইকার সম্পর্ক নিয়ে যাবতীয় গুঞ্জনের কতটা সত্যি, আর কতটা নেহাতই কল্পনা, বলবে ভবিষ্যৎ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















