New Web Series: অর্পণ-স্বস্তিকার সম্পর্কের মধ্যে হঠাৎ এক উড়ো চিঠি! 'বসন্ত এসে গেছে'
Swastika Dutta: গল্পের শুরুটা কিছুটা এমন.. তিয়াশা একজন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। সে জীবন বাঁচে সম্পূর্ণ নিজের শর্তে। এহেন তিয়াশা তাঁদের কলেজের অঙ্কের শিক্ষক নিশানের প্রেমে পাগল
কলকাতা: 'আড্ডাটাইমস' (Adda Times)-এর নতুন ওয়েব সিরিজে এবার ত্রিকোণ প্রেমের গল্প। অর্পণ ঘোষাল (Arpan Ghoshal), ডোনা সাক্ষী সাহা (Dona Saha) ও স্বস্তিকা দত্ত (Swastika Dutta) নিয়ে আসছে নতুন ওয়েব সিরিজ 'বসন্ত এসে গেছে'। একজন শিক্ষক, তাঁর স্ত্রী ও এক ছাত্রীর মধ্যের সম্পর্কের গল্প বলবে এই সিরিজ। এখানে সাক্ষীর চরিত্রের নাম তিয়াশা। অর্পণের চরিত্রের নাম নিশান ও স্বস্তিকার চরিত্রের নাম চন্দ্রিমা। প্রসঙ্গত, 'আড্ডাটাইমস'-এর সঙ্গে এই প্রথম কাজ করছেন স্বস্তিকা।
গল্পের শুরুটা কিছুটা এমন.. তিয়াশা একজন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। সে জীবন বাঁচে সম্পূর্ণ নিজের শর্তে। এহেন তিয়াশা তাঁদের কলেজের অঙ্কের শিক্ষক নিশানের প্রেমে পাগল। নিশান তিয়াশার থেকে অনেক বড়, তবে তার তোয়াক্কা নেই তিয়াশার। শুধু তাই নয়, নিশান বিবাহিত, তাঁর স্ত্রীয়ের নাম চন্দ্রিমা।বিবাহিত সম্পর্কে যথেষ্ট সুখী নিশান। এই ৩ জনের জীবন এক্কেবারে বদলে যায় যখন নিশানার হাতে এসে পড়ে তিয়াশার উড়ো চিঠি। নামহীন এক প্রেমপত্র। তারপরে? সেই গল্প দেখা যাবে সিরিজে। '
এই সিরিজে কাজ করা নিয়ে, নায়ক অর্পণ ঘোষাল বলছেন, 'এই সিরিজে কাজ করা সত্যিই একটা অভিজ্ঞতার মতো হয়ে থাকবে। এমন একটা চরিত্র অভিনেতা হিসেবে আমার থেকে সেরাটা বের করে আনতে পারে। পরিচালক ভীষণ ভালভাবে চরিত্রটা বুঝিয়েছিলেন আমায়। একদিকে যেমন পরিণত চরিত্র, অন্যদিকে তার মধ্যে ভালবাসা আছে, মানবিকতা বোধও রয়েছে। আড্ডাটাইমস আমায় এমন একটা সুযোগ যে করে দিয়েছে তার জন্য অনেক ধন্যবাদ। '
এই সিরিজের লেখক, সুদীপ দাস বলেছেন, 'এই সিরিজে বিভিন্ন বয়স, প্রজন্মের মানুষের ভাবনাকে তুলে ধরা হয়েছে। তিয়াশা এক্কেবারে নতুন প্রজন্মের। তাঁদের ভাবনাচিন্তা, জেদ সবটাই আলাদা। অন্যদিকে নিশানের চরিত্রটা ভীষণ ম্যাচিওর। এই সিরিজটা লিখতে গিয়ে মনে হয়েছিল, রঙ নিয়ে কোনও নাম হওয়া উচিত। হোলির সময়ে মুক্তি পাচ্ছে, তাই নাম, 'বসন্ত এসে গেছে'।
View this post on Instagram
আরও পড়ুন: Raj Chakraborty Exclusive: এক কথায় চুল কেটে ফেলেছেন, মেক আপ ছাড়াই শ্যুটিং করছেন মিঠুনদা: রাজ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।