এক্সপ্লোর
সলমন ব্যস্ত শ্যুটিংয়ে, বাকি দুই ভাই আরবাজ ও সোহেলের হাতে রাখি বাঁধলেন অর্পিতা

মুম্বই: উৎসব পালনে কখনও পিছিয়ে থাকেন না সলমন খান ও তাঁর ভাইয়েরা, তা সে গণেশ চতুর্থীই হোক বা রাখিবন্ধন। গতকাল ছোট বোন অর্পিতার থেকে রাখি বেঁধে উৎসব পালন করলেন তাঁরা। রাখি উপলক্ষ্যে অর্পিতা নিজের বাড়িতে নেমন্তন্ন করেন দাদাদের। বাবা সেলিম খান ও মা সলমার সঙ্গে সব ভাই বোন তাঁর বাড়ি যান। তবে ছিলেন না সলমন, তিনি ব্যস্ত ভারত ছবির শ্যুটিংয়ে। অন্য দুই দাদার সঙ্গে রাখিবন্ধন পালনের ছবি পোস্ট করেছেন অর্পিতা।
অর্পিতা ও আয়ুষ শর্মার ছোট্ট ছেলে আহিলও দারুণ আনন্দে পালন করল রাখি উৎসব। অর্পিতা পোস্ট করেছেন দিদিদের সঙ্গে তার ছবিও।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















