এক্সপ্লোর
Advertisement
আজ কমল হাসানের সঙ্গে বৈঠক কেজরীবালের, আলোচনা হবে রাজনৈতিক
চেন্নাই: সম্ভবত এ মাসের শেষেই নিজস্ব রাজনৈতিক দল শুরু করবেন কমল হাসান। নভেম্বরে তামিলনাড়ুতে আঞ্চলিক পর্যায়ে ভোট, সেদিকে নজর রেখেই তাঁর এই সিদ্ধান্ত। তার আগে আজ চেন্নাইয়ে কমলের সঙ্গে বৈঠকে বসবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।
জানা গিয়েছে, কমলের সঙ্গে দেখা করতেই চেন্নাই আসছেন তিনি। বৈঠকের বিষয় পরিষ্কার জানা যায়নি, তবে তা হবে রাজনৈতিক।
জয়ললিতার মৃত্যুর পর থেকেই ক্ষমতাসীন এআইএডিএমকে দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বারবার মুখ খুলেছেন বর্ষীয়াণ এই অভিনেতা। তখন থেকেই মোটামুটি পরিষ্কার হয়ে যায়, রাজনীতিতে আসার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছেন তিনি। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে বৈঠক করেছেন কমল, স্পষ্ট করে দিয়েছেন, তাঁর রং গেরুয়া নয়, বরং তিনি বাম ঘেঁষা।
আর এই বিষয়টি ধরেই তামিল রাজনীতিতে পা রাখার চেষ্টা করছে কেজরীবালের আম আদমি পার্টি। তাদের কথায়, কমল হাসান স্পষ্ট করে দিয়েছেন, দেশের মধ্যে যে সব সাম্প্রদায়িক শক্তি সমাজ ভাঙার চেষ্টা করছে, তিনি তাদের বিরুদ্ধে। তামিলনাড়ুর আঞ্চলিক ভোট হয়ে গেলে কেজরী ও কমল নিজেদের মধ্যে দেশের নানা সমস্যা নিয়ে মতামত বিনিময় করতে পারেন, আলোচনা করতে পারেন, সমস্যা মেটানোর পন্থা নিয়ে।
কমলের সঙ্গে বৈঠকের মাধ্যমে কেজরীবাল জাতীয় রাজনীতিতে নিজেকে ফের প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন বলেও মনে করা হচ্ছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement