Aryan Khan Case: তদন্তকারী অফিসারদের 'সন্দেহজনক আচরণ'-এর হদিশ? আরিয়ান-কাণ্ডে নয়া মোড়
Mumbai Drug Case: তদন্তের অংশ হিসেবে ৬৫ জনের বক্তব্য রেকর্ড করা হয়েছে। কেউ কেউ তিন থেকে চারবার তাঁদের বক্তব্য পরিবর্তন করেছেন। তদন্তে আরও কিছু মামলার তদন্তের ত্রুটিও উন্মোচিত হয়েছে বলে খবর।
![Aryan Khan Case: তদন্তকারী অফিসারদের 'সন্দেহজনক আচরণ'-এর হদিশ? আরিয়ান-কাণ্ডে নয়া মোড় Aryan Khan Case: Suspicious Actions Of Officers Of Anti-Drugs Agency know details Aryan Khan Case: তদন্তকারী অফিসারদের 'সন্দেহজনক আচরণ'-এর হদিশ? আরিয়ান-কাণ্ডে নয়া মোড়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/18/f549750713f6869920ff2437284a8c281666110923174229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বছর ঘুরে গেলেও এখনও জল্পনা মেটেনি মুম্বই মাদক কাণ্ডকে (Mumbai Drug Case) ঘিরে। গত বছর অক্টোবর মাসে বিলাসবহুল ক্রুজে আচমকা হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (Narcotics Control Bureau)। আটক করা হয় শাহরুখ পুত্র (Shah Rukh Khan) আরিয়ান খান (Aryan Khan) সহ একাধিককে। দীর্ঘদিন ধরে চলে সেই তদন্ত। নানা মোড় আসে সেই তদন্তে। এখন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)-এর একটি অভ্যন্তরীণ রিপোর্টে মিলেছে, সংস্থার সাত থেকে আটজন অফিসারের 'সন্দেহজনক আচরণ'-এর উল্লেখ।
মুম্বই ক্রুজ কাণ্ডে নয়া মোড়
এনসিবি-র তদন্তকারী আধিকারিকদের 'সন্দেহজনক আচরণ'-এর তথ্য যদি সঠিক হয়, তাহলে এই নিয়ে দ্বিতীয়বার তাঁদের প্রশ্নের মুখে পড়তে হবে। এর আগে এই বছরের মে মাসে, চাঞ্চল্যকর গ্রেফতারির আট মাস পরে এবং তিন সপ্তাহের বেশি জেলে কাটানোর পরে, আরিয়ান খানকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছিল এবং NCB স্বীকার করেছিল যে তারা তারকাপুত্রের এবং অন্য পাঁচজনের বিরুদ্ধে 'পর্যাপ্ত প্রমাণ' খুঁজে পায়নি।
এনসিবি কর্তৃক আরিয়ান খান কেস পরিচালনায় তাদের আধিকারিকদের অনৈতিকতার অভিযোগের তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল অর্থাৎ সিট গঠন করা হয়েছে। তাদের ভিজিল্যান্স রিপোর্ট দিল্লিতে সদর দফতরে পাঠানো হয়েছে বলে কর্তারা মঙ্গলবার জানিয়েছেন।
ঘনিষ্ঠ সূত্রের খবর, 'তদন্তে দেখা গেছে, মামলায় অনেক অস্বচ্ছ্বতা রয়েছে। তদন্তে জড়িত কর্তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠেছে।'
আরও পড়ুন: Vicky Kaushal: 'স্যাম বাহাদুর' ছবির প্রথম দফার শ্যুটিং শেষ করলেন ভিকি কৌশল
তদন্তের অংশ হিসেবে ৬৫ জনের বক্তব্য রেকর্ড করা হয়েছে। কেউ কেউ তিন থেকে চারবার তাঁদের বক্তব্য পরিবর্তন করেছেন। তদন্তে আরও কিছু মামলার তদন্তের ত্রুটিও উন্মোচিত হয়েছে, সূত্র বলছে, এই সমস্ত মামলার বিষয়ে রিপোর্ট পাঠানো হয়েছে।
এক আধিকারিকের কথায়, 'এই ক্ষেত্রে ৭ থেকে ৮ জন এনসিবি অফিসারের ভূমিকা সন্দেহজনক বলে প্রমাণিত হয়েছে, যার জন্য বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। এনসিবির বাইরে যাঁরা আছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিনিয়র অফিসারদের কাছ থেকে অনুমতি চাওয়া হয়েছে'।
সম্প্রতি কর্ণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান 'কফি উইথ করণ'-এ এসেছিলেন শাহরুখ পত্নী গৌরী খান। ছেলের গ্রেফতারি প্রসঙ্গে বলেন, 'পরিবার হিসেবে আমাদের সেই সময় নানা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। বলতে পারি, সেই পরিস্থিতির থেকে খারাপ আর কিছু হতে পারে না। অবশ্যই মা হিসেবে এবং অভিভাবক হিসেবে আমাদের অনেক ঝড়ঝাপটা সামলাতে হয়েছে। তবে, আজ আমরা পরিবার হয়ে এক হয়ে দাঁড়িয়ে আছি।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)