Aryan Khan: অনুরাগীর কাছ থেকে গোলাপ পেয়ে এ কী করলেন শাহরুখ পুত্র!
এদিন মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন তারকা পুত্র। অনুরাগীর কাছ থেকে গোলাপ ফুল পেয়ে পাল্টা প্রতিক্রিয়াও দিলেন তিনি।
![Aryan Khan: অনুরাগীর কাছ থেকে গোলাপ পেয়ে এ কী করলেন শাহরুখ পুত্র! Aryan Khan takes a rose from fan, greets with 'salaam', know in details Aryan Khan: অনুরাগীর কাছ থেকে গোলাপ পেয়ে এ কী করলেন শাহরুখ পুত্র!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/16/b8b5f50063623fa5f00c9426757af7641663332267021214_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: অভিনয় জগতে এখনও আত্মপ্রকাশ হয়নি শাহরুখ পুত্র আরিয়ান খানের (Aryan Khan)। কিন্তু তার আগেই তিনি নিজের একটা বেশ বড় সংখ্যক অনুরাগী মহল তৈরি করে ফেলেছেন। তাঁর অনুরাগীর সংখ্যাও কম নয়। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বহু মানুষ তাঁকে ফলো করেন। এদিন মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন তারকা পুত্র। অনুরাগীর কাছ থেকে গোলাপ ফুল পেয়ে পাল্টা প্রতিক্রিয়াও দিলেন তিনি।
অনুরাগীর উদ্দেশে প্রতিক্রিয়া আরিয়ান খানের-
এদিন নেট দুনিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে পাপারাৎজিদের পক্ষ থেকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মুম্বই বিমানবন্দরে হেঁটে আসছেন আরিয়ান খান। সেই সময়ই তাঁর অনুরাগী তাঁকে গোলাপ ফুল উপহার দেন। অনুরাগীর কাছ থেকে উপহার পেয়ে তাঁকে পাল্টা প্রতিক্রিয়াও দেন তিনি। তাঁকে সালাম করেন। শাহরুখ পুত্রের এমন আচরণে আপ্লুত তাঁর অনুরাগীরা। নেট দুনিয়ায় তাঁরা প্রশংসায়ও করেছেন আরিয়ানকে।
আরও পড়ুন - Thank God Song: প্রকাশ্যে ইওয়ানির গাওয়া হিন্দিতে 'মানিকে মাগে হিথে', সঙ্গে সিদ্ধার্থ-নোরার জমজমাট রোম্যান্স
প্রসঙ্গত, সম্প্রতি এক বিখ্যাত ব্র্যান্ডের হয়ে ফটোশ্যুট করেন বাদশাহ্ পুত্র আরিয়ান খান। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেরকম তিনটি ছবি। তার মধ্যে থেকেই একটি ছবি এদিন ট্যুইটারে শেয়ার করেন গৌরী খান (Gauri Khan)। ক্যাপশনে লেখেন, 'সামনের দিকে ও ওপরের দিকে... আমার ছেলে।' ছবিতে বেশ নজরকাড়া লুকে দেখা যাচ্ছে আরিয়ানকে। একটা টেবিলের ওপর দিয়ে লাফাতে দেখা যাচ্ছে তাঁকে। গৌরী খানের সেই ট্যুইট রিট্যুইট করে শাহরুখ খান নিজের সিনেমা 'ম্যায় হুঁ না'র একটি স্থিরচিত্র পোস্ট করেন। সেখানে তাঁকে একই পোজে পাঁচিল টপকাতে দেখা যাচ্ছে। সঙ্গে ক্যাপশনে লেখেন, 'আমার মতোই হয়েছে... আমার ছেলে!' এর আগে ইনস্টাগ্রামে এই অ্যাড শ্যুটের ছবি পোস্ট করেন আরিয়ান। সেখানেও খুনসুটি করতে ভোলেননি বাবা। কিং খান কমেন্টে লেখেন, 'খুবই সুন্দর দেখাচ্ছে!!... এবং যেমন বলে, যে বাবার মধ্যে যা সুপ্ত থাকে... ছেলের মধ্যে তাইই কথা বলে। যাই হোক, ওই ধূসর টি-শার্টটা কি আমার!!!' আরিয়ানের পোস্টে কমেন্ট করেছেন সুহানা খান, কর্ণ জোহর প্রমুখ। প্রসঙ্গত, ইনস্টাগ্রামে খুব বেশি পোস্ট করেন না আরিয়ান খান। তবে দিন কয়েক আগেই ভাই ও বোনের সঙ্গে ছবি পোস্ট করেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)