Thank God Song: প্রকাশ্যে ইওয়ানির গাওয়া হিন্দিতে 'মানিকে মাগে হিথে', সঙ্গে সিদ্ধার্থ-নোরার জমজমাট রোম্যান্স
Manike Mage Hithe: ইওহানিই এবার হিন্দিতে গেয়ে ফেললেন 'মানিকে মাগে হিথে'। আর সেই গান অবশেষে প্রকাশ্যে এলো।
মুম্বই: গত বছর অত্যন্ত জনপ্রিয় হয় একটি গান। 'মানিকে মাগে হিথে' (Manike Mage Hithe)। শ্রীলঙ্কার গায়িকা ইওহানির এই গানের কথা, অর্থ খুব বেশি বোঝা না গেলেও জনপ্রিয় হতে সময় নেয়নি। নেট দুনিয়ায় কার্যত ভাইরাল হয়ে যায় এই গান। সাধারণ নেট নাগরিক থেকে তারকারাও ইনস্টাগ্রাম রিলস তৈরি করতে থাকেন এই গানে। সেই সময়ই শোনা গিয়েছিল, অজয় দেবগনের 'থ্যাঙ্ক গড' (Thank God) ছবিতে হিন্দিতে ইওহানির গলায় শোনা যাবে 'মানিকে মাগে হিথে'। এর আগে অনেক তারকাই এই গানকে নিজের মতো করে নিজের ভাষায় গেয়েছেন। কিন্তু ইওহানিই এবার হিন্দিতে গেয়ে ফেললেন 'মানিকে মাগে হিথে'। আর সেই গান অবশেষে প্রকাশ্যে এলো।
প্রকাশ্যে 'থ্যাঙ্ক গড' ছবির 'মানিকে মাগে হিথে' গান-
এদিন নেট দুনিয়ায় 'থ্যাঙ্ক গড' ছবির বহু প্রতীক্ষিত গান 'মানিকে মাগে হিথে' অবশেষে মুক্তি পেয়েছে। শ্রীলঙ্কান গায়িকা ইওহানি হিন্দিতে প্রথমবার গান গাইলেন। তাও নিজের গাওয়া 'মানিকে মাগে হিথে'ই তিনি এবার হিন্দিতে গাইলেন। গানের দৃশ্যে রয়েছেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র এবং ডান্সিং ডিভা নোরা ফতেহি। দুই তারকার জমজমাট রোম্যান্সও এই গানের অন্যতম ইউএসপি। নেট দুনিয়ায় এই গান মুক্তি পেতেই মাত্র কয়েক ঘণ্টাতেই এর ভিউ ছাড়িয়েছে ৩০ লক্ষেরও বেশি। এই গান যে খুব কম সময়ই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে চলেছে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন - Karan Johar: কার সঙ্গে সম্পর্কে ছিলেন কর্ণ জোহর?
প্রসঙ্গত, অজয় দেবগনের ‘থ্যাঙ্ক গড’ ছবিতে শোনা যাচ্ছে হিন্দি ‘মানিকে মাগে হিথে’। তনিষ্ক বাগচীর পরিচালনায় এই গান গেয়েছেন ইওহানিই। বেশ মজা করেই গানটি রের্কড করছেন বলে জানিয়েছেন সঙ্গীত পরিচালক তনিষ্ক। ইওহানি জানিয়েছেন, হিন্দি ভাষা রপ্ত করাই তার কাছে কঠিনতম চ্য়ালেঞ্জ ছিল। তনিষ্ক বাগচী সম্পর্কে তিনি বলেন, ‘‘ওঁর গানের খুব বড় ভক্ত আমি। ওঁর সঙ্গে কাজ করতে পেরে আমার স্বপ্ন সফল হয়েছে। আমি অনেক দিন বাড়ি থেকে দূরে রয়েছি, কিন্তু এখানে কেউ আমাকে বাড়ির অভাব বুঝতে দেননি। সকলের প্রতি আমি কৃতজ্ঞ।’’
‘থ্যাঙ্ক গড’ ছবিতে অজয় দেবগণ ছাড়াও থাকছেন সিদ্ধার্থ মলহোত্র, রকুল প্রীত সিংহের মতো তারকারা। ছবিটি আগামী অক্টোবর মাসে মুক্তি পাবে। তবে ট্রেলার মুক্তি পেতেই আইনি জটে জড়িয়েছে 'থ্যাঙ্ক গড'। সূত্রের খবর, অভিযোগকারীর দাবি ছবির ট্রেলার ধর্মকে ব্যঙ্গ করে এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। আইনজীবীর কথায়, অজয় দেবগণ, স্যুট পরে চিত্রগুপ্ত সেজেছেন এবং একটা দৃশ্যে খারাপ ভাষা ব্যবহার করছেন। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, ছবির পরিচালক ইন্দ্র কুমার, অভিনেতা অজয় দেবগণ ও সিদ্ধার্থ মলহোত্রর বিরুদ্ধে আইনজীবী হিমাংশু শ্রীবাস্তবের দ্বারা জৌনপুর আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারীর বয়ান রেকর্ড করা হবে ১৮ নভেম্বর।