এক্সপ্লোর
Advertisement
আশা ভোঁসলেকে দেওয়া হল যশ চোপড়া স্মৃতি পুরস্কার
মুম্বই: এ বছরের যশ চোপড়া স্মৃতি পুরস্কার পেলেন প্রবাদপ্রতিম গায়িকা আশা ভোঁসলে। বলিউডের চিরকালীন ডিভা রেখা গত রাতে পুরস্কারটি তুলে দিয়েছেন তাঁর হাতে। হিন্দি ছবির জগতে তাঁকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য আশা ভোঁসলে ও যশ চোপড়া উভয়কেই ধন্যবাদ জানিয়েছেন তিনি।
রেখা বলেছেন, বলিউডে তিনি যেখানে পৌঁছেছেন তাঁর পিছনে দুজনই রয়েছেন- আশা ভোঁসলে ও যশ চোপড়া। আশা তাঁর জীবনের অংশ। তিনি ভেতরে যেমন সুন্দর, তেমনই সুন্দর বাইরেও। মঙ্গেশকর পরিবারের দুই বিখ্যাত বোনের কাছ থেকে অনেক কিছু শিখেছেন তিনি।
রেখা আরও বলেন, প্রথমদিকে আশার মত গায়িকার গানে লিপ দিতে ভয় হত তাঁর। ভাবতেন, কীভাবে পর্দায় অভিনয় করবেন, চোখ দিয়ে ফুটিয়ে তুলবেন অনুভূতি। কিন্তু আশার কাছ থেকে তিনি শেখেন মুখে সব সময় হাসি ফুটিয়ে রাখতে। তাঁর প্রার্থনা, আশা দীর্ঘজীবী হোন।
পুরস্কার নিয়ে আশা ভোঁসলে বলেন, যশ চোপড়ার সঙ্গে তাঁর আলাপ করিয়ে দেন পরিচালক বি আর চোপড়া। যশ ছিলেন তাঁর ভাইয়ের মত। দুজনে মিলে প্রচুর হাসিঠাট্টা করতেন। তাঁর নামাঙ্কিত পুরস্কার পেয়ে তিনি খুশি, একইসঙ্গে দুঃখিত যশ আর নেই বলে।
এটি পঞ্চম যশ চোপড়া স্মৃতি পুরস্কার। এর আগে এই পুরস্কার পান লতা মঙ্গেশকর, অমিতাভ বচ্চন, রেখা ও শাহরুখ খান।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement