'Badhaai Do' Song: প্রেমের মরসুমে রোম্যান্টিক গান মুক্তি রাজকুমার-ভূমি অভিনীত 'বধাই দো' ছবির
'Badhaai Do' Song: 'বধাই দো' ছবির গোটা অ্যালবাম তৈরি করেছেন অমিত ত্রিবেদী, তনিশ্ক বাগচী, অঙ্কিত তিওয়ারি ও খামোশ শাহ। হর্ষবর্ধন কুলকর্নি পরিচালিত এই ছবি প্রেক্ষাগৃহে ১১ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে।
নয়াদিল্লি: রাজকুমার রাও ও ভূমি পেডনেকর (Rajkummar Rao and Bhumi Pednekar) অভিনীত 'বধাই দো' (Badhaai Do) ছবি মুক্তি পেতে চলেছে ১১ ফেব্রুয়ারি। ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই উত্তেজনা তুঙ্গে। ছবির কথা ঘুরছে দর্শকদের মুখে মুখে।
এবার, মুক্তি পেল ছবির গান 'অটক গয়া' (Atak Gaya)। ফেব্রুয়ারি মাসের শুরুতে এমন রোম্যান্টিক গানের মুক্তি, 'ভ্যালেন্টাইন' মুড যে ভালই তৈরি করবে তা বলাই বাহুল্য। গানটি মন ছুঁয়েছে শ্রোতাদের।
View this post on Instagram
'অটক গয়া'র সুর এবং অনবদ্য মিউজিক শ্রোতাদের কানে লেগে থাকার মতো। ভ্যালেন্টাইন্স ডের মরসুমে মুক্তি পাওয়া এই রোম্যান্টিক গানটি লিখেছেন বরুণ গ্রোভার, সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী। গানটি গেয়েছেন অরিজিৎ সিংহ ও রূপালি মোঘে।
গানের মাধ্যমে, নির্মাতারা শার্দুল এবং সুমির আজব বিয়ের বর্ণনা করেছেন। এই গানটি তাঁদের বিবাহিত জীবন এগিয়ে যাওয়ার গল্প শোনায়।
আরও পড়ুন: Devoleena Bhattacharjee Update: দেবলীনা ভট্টাচার্যের বাগদানের খবর ভুয়ো, লাইভে খোলসা করলেন অভিনেত্রী
'বধাই দো' ছবির গোটা অ্যালবাম তৈরি করেছেন অমিত ত্রিবেদী, তনিশ্ক বাগচী, অঙ্কিত তিওয়ারি ও খামোশ শাহ। হর্ষবর্ধন কুলকর্নি পরিচালিত এই ছবি প্রেক্ষাগৃহে ১১ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে।