Devoleena Bhattacharjee Update: দেবলীনা ভট্টাচার্যের বাগদানের খবর ভুয়ো, লাইভে খোলসা করলেন অভিনেত্রী
Devoleena Bhattacharjee Update: পোস্টে তাঁরা যে অফুরন্ত ভালবাসা পেয়েছেন তার জন্য ভক্তদের ধন্যবাদও জানিয়েছেন বিশাল। 'যখনই এমন কিছু হবে আমরা আপনাদের জানাব। আমরা কেবল খুব ভাল বন্ধু,' বলেন বিশাল।
নয়াদিল্লি: খবর মিলেছিল বুধবার অর্থাৎ ২ ফেব্রুয়ারি। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং 'বিগ বস ১৫' (Bigg Boss 15) প্রতিযোগী দেবলীনা ভট্টাচার্য (Devoleena Bhattacharjee) অবশষে বাগদান সেরেছেন। দীর্ঘদিনের প্রেমিক বিশাল সিংহের সঙ্গে বাগদান সারার পর সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে এই গোটা ঘটনাই ছিল একটি প্রমোশনাল স্টান্ট। অর্থাৎ আদতে দেবলীনা ও বিশালের বাগদান হয়নি। বলা চলে, অনুরাগীদের সঙ্গে খানিক খুনসুটি করলেন তাঁরা। কিন্তু শুধুই কি খুনসুটিই?
গতকাল গোটা দুনিয়া যখন তাঁদের বাগদানের খবর উচ্ছ্বসিত তখন ইনস্টাগ্রাম লাইভে আসেন 'দম্পতি'। কী বললেন সেখানে? বিশাল সেই লাইভে বলেন, 'আমরা এনগেজ ঠিকই কিন্তু সেটা একটি গানের জন্য। গানটির নাম 'ইটস অফিসিয়াল' (It’s Official) এবং এটি একটি রোম্যান্টিক গান।' অর্থাৎ দেবলীনা ও বিশাল একসঙ্গে একটি মিউজিক ভিডিও আনতে চলেছেন। সেই ভিডিও সম্পর্কে সব খবর দেওয়ার আগে অনুরাগীদের সঙ্গে ছোট্ট প্র্যাঙ্ক করেন তাঁরা।
দেবলীনা লাইভে এসে বলেন, 'প্রথমবার আমরা একসঙ্গে কোনও মিউজিক ভিডিও করতে চলেছি। যেটা থিম সেটা এরকমই। গানটা পুরোপুরি ভালবাসা, বাগদান ও বিয়ে নিয়ে।'
View this post on Instagram
এছাড়াও পোস্টে তাঁরা যে অফুরন্ত ভালবাসা পেয়েছেন তার জন্য ভক্তদের ধন্যবাদও জানিয়েছেন বিশাল। 'যখনই এমন কিছু হবে আমরা আপনাদের জানাব। আমরা কেবল খুব ভাল বন্ধু,' বলেন বিশাল। যদিও মিউজিক ভিডিওর ব্যাপারে আর কোনও বিস্তারিত তথ্য তাঁরা দেননি। কবে রিলিজ বা কে গায়ক-গায়িকা কিছুই জানা যায়নি।
আরও পড়ুন: Kareena Kapoor Khan: করিনার নিরামিশাষী প্রেমিককে দেখে কী বলেছিলেন রণধীর কপূর?