Attack Updates: প্রত্যাশা ছিল অনেক, প্রথমদিন 'অ্যাটাক'-এর বক্স অফিস কালেকশন কত হল?
ছবিটি দেখার পর বহু নেট নাগরিকই প্রতিক্রিয়ায় এটিকে 'বলিউডের সেরা অ্যাকশন নির্ভর ছবি' বলছেন। কিন্তু বক্স অফিসে কতটা প্রভাব ফেলতে পারল 'অ্যাটাক'? প্রথমদিন কত টাকার ব্যবসা করল এই ছবি?
মুম্বই: গতকাল সিনেমা হলে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা জন আব্রাহামের (John Abraham) নতুন ছবি 'অ্যাটাক' (Attack)। এই ছবিতে প্রথমবার কোনও সুপার হিউম্যান সোলজারের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। সায়েন্স ফিকশন অ্যাকশন নির্ভর ছবি 'অ্যাটাক' মুক্তি পাওয়ার আগে থেকেই ছবিটিকে ঘিরে অনেক প্রত্যাশা ছিল নির্মাতা থেকে দর্শকদের। ছবিটি দেখার পর বহু নেট নাগরিকই প্রতিক্রিয়ায় এটিকে 'বলিউডের সেরা অ্যাকশন নির্ভর ছবি' বলছেন। কিন্তু বক্স অফিসে কতটা প্রভাব ফেলতে পারল 'অ্যাটাক'? প্রথমদিন কত টাকার ব্যবসা করল এই ছবি?
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তিনি লেখেন, 'প্রথমদিন ততটা চমক দেখাতে পারল না 'অ্যাটাক'। প্রভাব বিস্তার করে রয়েছে 'আরআরআর'। আগামী দিনগুলোয় আরও ভালো ব্যবসা করা দরকারয শুক্রবার মুক্তির প্রথম ব্যবসা করল ৩.৫১ কোটি টাকার।' তরণ আদর্শের পোস্ট দেখে বোঝা যাচ্ছে, প্রথমদিনটা প্রত্যাশামতো ব্যবসা করতে পারেনি এই ছবি।
আরও পড়ুন - Ranbir-Alia Updates: অবশেষে রণবীর-আলিয়ার বিয়ের দিনক্ষণ জানা গেল
প্রসঙ্গত, ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই জন আব্রাহাম অভিনীত 'অ্যাটাক' নিয়ে নেট নাগরিকদের উচ্ছ্বাস নজরে পড়ছিল। সাধারণত, জন আব্রাহাম মানেই দর্শকরা মারকাটারি অ্যাকশন প্রত্যাশা করে থাকেন। আর ছবিটি মুক্তি পাওয়ার পর বহু নেটিজেনদের মত, এটি বলিউডের অন্যতম সেরা অ্যাকশনধর্মী সিনেমা। এক নেট নাগরিক প্রতিক্রিয়া জানাতে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'জন আব্রাহামের পাওয়ার প্যাকড পারফরম্যান্স দুর্দান্ত লাগল। বলিউডে এখন এই ধরনের ছবি হওয়া খুব প্রয়োজন। 'অ্যাটাক' ছবি গোটাটাই খুব ভালো। রকুলপ্রীত সিংহ তাঁর নিজের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলেছেন। পর্দায় তাঁকে দেখতেও খুব ভালো লেগেছে। আর একইরকমভাবে প্রশংসনীয় জ্যাকলিন ফার্নান্ডেজ।' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'রকুলপ্রীত সিংহের অসাধারণ পারফরম্যান্সের জন্যই দর্শকের পছন্দ হবে 'অ্যাটাক'। আশা করছি অজয় দেবগনের 'রানওয়ে ৩৪'-এও রকুলপ্রীতকে একইরকম ভাল লাগবে।' বহু নেট নাগরিক একইরকম প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁরা লিখেছেন, 'বলিউডের সবথেকে বড় অ্যাকশনধর্মী ছবি 'অ্যাটাক'। যদি আপনি অ্যাকশনধর্মী ছবি দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই এই ছবি দেখা দরকার।'