Avika Gor: সত্যিই কী অন্তঃসত্তা 'বালিকা বধূ' অভীকা গৌর? গুঞ্জনের জবাব দিলেন অভিনেত্রী নিজেই
Avika Gor Pregnancy: একটি সাক্ষাৎকার দিতে এসে এদিন অভীকা জানিয়েছেন, তিনি মোটেই অন্তঃসত্তা নন। তিনি নিজেই এই খবরটা প্রথম শুনছেন

কলকাতা: বিয়ের ৪ মাসের মধ্যেই কি অন্তঃসত্ত্বা 'বালিকা বধূ' অভীকা গৌর (Avika Gor)? সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ভ্লগ করেন অভীকা, সঙ্গে থাকেন তাঁর স্বামী মিলিন্দ ও। সম্প্রতিই তিনি সোশ্যাল মিডিয়ায় এসে একটি ভ্লগ করে জানান, তাঁরা একটি সুখবরের প্রত্যাশা করছেন। এমন একটা সুখবর, যেখান থেকে তাঁদের জীবন চিরকালের জন্য বদলে যাবে। সেই থেকেই শুরু হয়েছিল গুঞ্জন। তাহলে কী সন্তানের বাবা মা হতে চলেছেন অভীকা আর মিলিন্দ? এরপরে সোশ্যাল মিডিয়ায় এসে গোটা বিষয়টা নিয়ে মুখ খুললেন অভীকা।
একটি সাক্ষাৎকার দিতে এসে এদিন অভীকা জানিয়েছেন, তিনি মোটেই অন্তঃসত্তা নন। তিনি নিজেই এই খবরটা প্রথম শুনছেন। অভীকা জানিয়েছেন, তাঁদের জীবনে সুখবর আসছে বটে, তবে সেই সুখবরের অর্থ এটা নয় যে, তিনি অন্তঃসত্তা। এই বিষয়টা সম্পূর্ণ অন্য, ধীরে ধীরে সময় পেরোলে এই ঘটনা সম্পর্কে তিনি আর মিলিন্দ আরও তথ্য জানাবেন। জীবনে কী পরিবর্তন আসছে, তা নিয়ে আর কোনও তথ্য দিতে চাননি অভীকা। তবে তাঁরা যে সন্তানের প্রত্যাশা করছেন না, তা স্পষ্টই জানিয়ে দিয়েছেন, 'বালিকা বধূ'।
সদ্য করা ভ্লগে অভিকা আর মিলিন্দ ইঙ্গিত দেন, এই বছর তাঁদের জীবনে একটা বড় বদল আসতে চলেছে। যাতে তাঁদের জীবন চিরকালের মতো বদলে যাবে। আর সোশ্যাল মিডিয়ায় এই ভ্লগ দেখেই অনেকে বলেছেন, 'তাহলে কী অভিকা অন্তঃস্বত্তা? ২০২৬ সালেই কী ঘরে আসতে চলেছেন নতুন অতিথি? সোশ্যাল মিডিয়ায় এদিন, একটি ভ্লগ করেন অভিকা, সঙ্গে ছিলেন মিলিন্দ। সেখানে অভিকা বলেন, 'এই পরিবর্তনটা আমরা পরিকল্পনাই করিনি। আমরা স্বপ্নেও কল্পনা করিনি এই পরিস্থিতির কথা। কিন্তু এটা একটা বিশাল বড় পরিবর্তন। এর ফলে, আমাদের জীবন চিরকালের মতো বদলে যাবে।' এরপরে অভিকা মিলিন্দকে প্রশ্ন করেন, 'তোমার কী ভয় করছে?' মিলিন্দ উত্তর দেন, তিনি ভয় পাচ্ছেন না। কিন্তু তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এরপরে মিলিন্দ স্বীকার করেন, তিনি একটু তো ভয় পাচ্ছেন!
এই ভ্লগ থেকেই গুঞ্জন ছড়ায়, অভীকা কী অন্তঃসত্তা? সেই গুঞ্জন এতটাই ছড়ায় যে, অভীকাকে একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে দিতে হয় যে, তিনি অন্তঃসত্তা নন। কিন্তু তাঁদের জীবনে বড় পরিবর্তনটা যে ঠিক কী, সেই কথা পরে জানাবেন অভীকা আর মিলিন্দ তা স্পষ্ট করে দিয়েছেন।






















