Avneet Kaur: হাতে ফুলের তোড়া, আঙুলে ঝলমলে আংটি, বাগদান সারলেন অভিনেত্রী অভনীত কৌর?
Avneet Kaur Post: মঙ্গলবার তিনটি ছবি পোস্ট করেন অভিনেত্রী অভনীত কৌর। সেখানে তাঁকে দেখা গেল হাতের বহুমূল্য আংটি ক্যামেরার সামনে ধরে বিশেষ ফোকাসে রাখতে। হাতে ফুলের তোড়াও দেখা গেল।
নয়াদিল্লি: 'কান চলচ্চিত্র উৎসব'-এর (Cannes Film Festival) রেড কার্পেটে (Red Carpet) ইতিমধ্যেই নজর কেড়েছেন অভিনেত্রী অভনীত কৌর। মঙ্গলবার নিজের প্রোফাইলে এক বিশেষ পোস্টে অনুরাগীদের এবার ধন্দে ফেললেন অভিনেত্রী। বাগদান সারলেন নাকি তিনি?
বাগদান সারলেন অভিনেত্রী অভনীত কৌর? নতুন পোস্টে কীসের ইঙ্গিত?
মঙ্গলবার তিনটি ছবি পোস্ট করেন অভিনেত্রী অভনীত কৌর। সেখানে তাঁকে দেখা গেল হাতের বহুমূল্য আংটি ক্যামেরার সামনে ধরে বিশেষ ফোকাসে রাখতে। হাতে ফুলের তোড়াও দেখা গেল।
এই পোস্ট শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'ভাল জিনিস হতে সময় লাগে। পৃথিবীর সামনে এই মিলন ও যা আসতে চলেছে সেই ব্যাপারে বলার তর সইছে না।' সঙ্গে সঙ্গে তাঁর পোস্ট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীরা এরপর ধন্দে পড়েছেন, তাহলে কি বাগদান সারলেন অভিনেত্রী? অনেকেই জিজ্ঞেস করে ফেললেন, 'অভনীত কি এনগেজড'?
View this post on Instagram
প্রসঙ্গত, অভনীত কৌর এবছরের ৭৭তম কান ফিল্ম ফেস্টিভ্যালে ডেবিউ করেছেন। তাঁর লুক মন জয় করেছে দর্শকের। নীল পোশাকে তাঁকে দেখা যায়। রেড কার্পেটে হাঁটার সময় তাঁকে মাটি ছুঁয়ে প্রণাম করে সেই হাত কপালে ছুঁইয়ে এগিয়ে যেতে দেখা যায়। যা হৃদয় ছুঁয়ে দেশবাসীর।
অভনীত কৌরকে দেখা গেল ক্যামেরার দিকে তাকিয়ে হেসে, হাত নেড়ে, দর্শকদের দিকে চুম্বন ছুড়ে দিতে। নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তিনি লেখেন, 'গতরাতে আমরা কান রেড কার্পেটে ইতিহাস সৃষ্টি করি'। অভনীত কৌরকে দেখা গিয়েছে ওমাং কুমারের 'লভ ইন ভিয়েতনাম' ছবিতে, শান্তনু মাহেশ্বরীর সঙ্গে। কান চলচ্চিত্র উৎসবে এই ছবির প্রথম লুক আসে প্রকাশ্যে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।