Aparshakti Khurana Birthday: 'পৃথিবীর শ্রেষ্ঠ ভাই' অপারশক্তি খুরানাকে জন্মদিনের শুভেচ্ছা আয়ুষ্মানের
Aparshakti Khurana: ২৭ অগাস্ট অপারশক্তি ও আকৃতি আহুজা তাঁদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। অভিনেতার প্রথম ছবি যেখানে তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন, 'হেলমেট', মুক্তি পেয়েছে এই বছরেই, জি ফাইভে।
নয়াদিল্লি: ভাই অপারশক্তি খুরানার (Aparshakti Khurana) আজ জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন দাদা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। 'ড্রিম গার্ল' অভিনেতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভাইয়ের সঙ্গে একটি মিষ্টি ছবি।
কী পোস্ট করলেন আয়ুষ্মান খুরানা? (What Did Ayushmann Post?)
ছবি পোস্ট করে ক্যাপশনে অপারশক্তিকে 'পৃথিবীর শ্রেষ্ঠ ভাই' আখ্যা দিলেন আয়ুষ্মান। ক্যাপশনে তিনি লেখেন, 'আজ পৃথিবীর শ্রেষ্ঠ ভাইয়ের জন্মদিন। অপারশক্তি, তুমি জানো যে আমি সেভাবে ব্যক্ত করতে পারি না কিন্তু তোমাকে খুব ভালবাসি।'
View this post on Instagram
আয়ুষ্মানের পোস্টের কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক কপূর ও তাহিরা কাশ্যপ। অভিষেক লিখেছেন, 'শুভ জন্মদিন অপারশক্তি খুরানা। আগামী বছর খুব ভাল কাটুক।'
২০২১- অপারশক্তির 'লাকি' বছর (2021- A Lucky Year For Aparshakti)
চলতি বছরে, ২৭ অগাস্ট অপারশক্তি ও তাঁর স্ত্রী আকৃতি আহুজা তাঁদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। 'স্ত্রী' অভিনেতার প্রথম ছবি যেখানে তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন, 'হেলমেট', মুক্তি পেয়েছে এই বছরেই, জি ফাইভে।
২০২১ সালের দীপাবলিতে সপরিবারে একটি ছবি পোস্ট করেছিলেন আয়ুষ্মান। সেই ছবিতে দেখা যায় অপারশক্তির সদ্যোজাত কন্য়াকেও।
View this post on Instagram
আয়ুষ্মান খুরানার আগামী ছবি (Ayushmann Khurrana’s Upcoming Films)
কর্মক্ষেত্রে, 'ভিকি ডোনর' তারকার নতুন ছবি 'চণ্ডীগড় করে আশিকী' ছবি মুক্তির অপেক্ষায়। রোম্যান্টিক ড্রামা ঘরানার ছবিতে আয়ুষ্মানের বিপরীতে দেখা যাবে বাণি কপূরকে।