এক্সপ্লোর
‘বাঘি-২’র গান ‘সোনিও দিল নেহি’তে দিশা-টাইগার রোম্যান্স বিশেষ নজর কেড়েছে, নিজের কলেজ জীবন মনে করিয়ে দেবে

বলিউড তারকা টাইগার শ্রফ, দিশা পাটানি অভিনীত বাঘি-২ গত শুক্রবারই পর্দায় মুক্তি পেয়েছে। এরমধ্যেই ছবির বক্সঅফিস কালেকশন বেশ ভাল। ছবির সোনিও দিল নেহি গানে দিশা-টাইগার রসায়ন এবং ঘনিষ্ঠ দৃশ্য বিশেষ নজর কেড়েছে। এই গানটি দেখলে প্রত্যেকের নিজের কলেজ জীবনের কথা মনে পড়তে বাধ্য। কলেজ প্রেমকেই এই গানের মাধ্যমে ফ্রেমবন্দি করা হয়েছে। সেই সঙ্গে ধরে নেওয়াই যায়, বলিউডও আরও ভাল একটা জুটি উপহার পেল
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















