Baba, Baby O: চমকের কথায় অনিন্দ্যর কন্ঠে যীশু বলছেন, 'বাবা হওয়া এত সোজা নয়'
ট্রেলারে গানের ঝলক শোনা গিয়েছিল আগেই। আর আজ মুক্তি পেল 'বাবা, বেবি ও..' -র প্রথম গান 'বাবা হওয়া এত সোজা নয়'। বাংলাদেশের গায়ক চমক হাসানের (Chamak Hasan) কথা ও সুরে গানটি গেয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।
কলকাতা: ট্রেলারে গানের ঝলক শোনা গিয়েছিল আগেই। আর আজ মুক্তি পেল 'বাবা, বেবি ও..' -র প্রথম গান 'বাবা হওয়া এত সোজা নয়'। বাংলাদেশের গায়ক চমক হাসানের (Chamak Hasan) কথা ও সুরে গানটি গেয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই নেটাগরিকদের মনে ধরেছে মজার ছন্দে গাওয়া এই গান। প্রকাশ্যে আসা ভিডিওতে যেমন রয়েছে সিনেমার অংশ তেমনই রয়েছে ক্যামেরার পিছনের বিভিন্ন মজার মুহূর্ত। গানে ধরা পড়েছে গায়কের রেকর্ডিংয়ের ছবিও। সব মিলিয়ে জমজমাট ৩ মিনিটের কিছু সময়ের বেশি এই ভিডিও।
২৩ জানুয়ারি মুক্তি পেয়েছিল অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) প্রযোজিত 'বাবা, বেবি ও' ("Baba, Baby, O...")-র ট্রেলার। ছবির মুখ্যভূমিকায় রয়েছেন যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta) ও শোলাঙ্কি রায় (Solanki Roy)। এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন শোলাঙ্কি। গল্পের শুরু হয় যীশু ওরফে মেঘ রোদ্দুর চট্টোপাধ্যায় ও তাঁর দুই সন্তানকে নিয়ে। সারোগেসি পদ্ধতিতে দুই সন্তানের বাবা মেঘ। কিন্তু বিয়ে করবেন না তিনি। 'সিঙ্গল ফাদার' মেঘ যখন দুই একরত্তিকে সামলাতে হিমশিম, তখন তাঁর আলাপ হয় বৃষ্টির সঙ্গে। বছর ৪০-এর মেঘ প্রেমে পড়ে ২০-র যুবতীর। অথচ বৃষ্টির জীবনে রয়েছে অন্য মানুষ!
কেবল যীশু বা শোলাঙ্কি নয়, ছবিতে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায় (Gaurav Chatterjee), মৈনাক বন্দ্যোপাধ্যায় (Mainak
Banerjee), রেশমী সেন (Reshmi Sen), বিদিপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty), রজত গঙ্গোপাধ্যায়রা (Rajat Ganguly)। ছবির কাহিনি ও চিত্রনাট্য জিনিয়া সেনের। ছবির সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। ছবি নিয়ে অরিত্র বলছেন, 'প্রেমের ঋতুকে উদযাপন করার জন্য একটা প্রেমের গল্পের থেকে ভালো আর কীই বা হতে পারে! এই ছবিটা পারিবারিক কিন্তু সেই সঙ্গে একটা বার্তাও রয়েছে। ট্রেলার দেখেই সেটা মানুষ কিছুটা আঁচ করতে পারবেন।'
এই ছবির হাত ধরে বড়পর্দায় পা রেখেছেন শোলাঙ্কি। অভিনেত্রী বলছেন, 'বড়পর্দায় এটা আমার প্রথম কাজ। ছবির বিষয়বস্তুটা এত অন্যরকম যে সেটা আমায় খুব আকর্ষণ করেছিল। যীশুদার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে। আশা করি পর্দায় দর্শকদের আমাদের রসায়ন ভালো লাগবে।'
ট্রেলারের শেষে শোলাঙ্কির গলায় শোনা যায়, 'আপনি খুব ফাদারলি'। এই গল্প তো এক বাবার প্রেমে পড়ারই গল্প। পর্দায় মেঘ বৃষ্টি শেখাবে, প্রেমের কোনও বয়স হয় না। যে কোনও সময়, যে কোনও জায়গায় প্রেমে পড়তে পারে মানুষ। ৪ ফেব্রুয়ারি এক অসম বয়সী প্রেমের গল্পে ভিজবেন দর্শকেরা।