Babil Khan: প্রথমে কাঁদতে কাঁদতে ভিডিও পোস্ট, তারপরেই ইনস্টাগ্রাম থেকে প্রোফাইল গায়েব ইরফান পুত্র বাবিলের!
Babil Khan: হঠাৎ সোশ্যাল মিডিয়া থেকে গায়েব বাবিল খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

কলকাতা: প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানের (Irrfan Khan) ছেলে এবং অভিনেতা বাবিল খান (Babil Khan) সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। ওই ভিডিওতে তাকে কাঁদতে দেখা গিয়েছে। ভিডিওতে তিনি বলিউডের বেশ কিছু মানুষদের সম্পর্কে তিনি কথা বলেছেন ও তাঁদের ভুয়ো বলে অভিযোগ করেছেন। তাঁর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। তবে ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়া থেকে বাবিল ভিডিওটি মুছে ফেলেছেন। এখন বাবিলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখন আর সেই ভিডিওটি দেখা যাচ্ছে না। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাওয়ার পর লেখা আসছে- এই পেজটি পাওয়া যাচ্ছে না। বাবিলের অনুরাগীরা এই ঘটনার পরে বেশ চিন্তায়। অনুরাগীরা বাবিলের মানসিক স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
বাবিলের ভাইরাল ভিডিওতে কী ছিল?
বাবিল যে ভিডিও শেয়ার করেছিলেন, তাতে তিনি বলেছিলেন যে বলিউডের একাংশের মানুষ একেবারে ভুয়ো। বাবিল এই ভিডিওতে অনন্যা পান্ডে (Ananya Pandya), অর্জুন কাপূর (Arjun Kapoor), শানায়া কাপূর (Shanaya Kapoor), সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi) এবং আদর্শ গৌরবের মতো অভিনেতাদের নামও নিয়েছিলেন। বাবিল সেই ভিডিওতে বলেছিলেন, 'আমার এই ভিডিওটা করার কারণ হল, আমি আপনাদের জানাতে চাই যে শানায়া কাপূর, অনন্যা পান্ডে, অর্জুন কাপূর, সিদ্ধান্ত চতুর্বেদী, রাঘব জুয়াল, আদর্শ গৌরব এবং অরিজিৎ সিংহের মতো লোকজন আছে। আরও অনেক নাম আছে। বলিউড খুব খারাপ একটা জায়গা। বলিউড খুব খারাপ। এখানকার লোকজন খুব অভদ্র। বলিউডে সবচেয়ে বেশি ভুয়ো মানুষ। ইন্ডাস্ট্রি ভুয়ো। এমন খুব কম লোক আছে যারা বলিউডের ভাল করতে চায়। আমি আপনাদের আরও অনেক কিছু জানাতে চাই। আমার আপনাদের অনেক কিছু জানানোর আছে।' ভিডিওটি এই পর্যন্তই।
ভিডিওতে দেখা যাচ্ছে, ঝরঝর করে কাঁদছেন বাবিল। তবে কিছুক্ষণ পরেই ভিডিওটি মুছে ফেলেন তিনি। শুধু ভিডিও নয়, ইনস্টাগ্রামে বাবিলের প্রোফাইলটিও আর দেখা যাচ্ছে না। এতে অনুরাগীরা যথেষ্ট চিন্তিত বাবিলকে নিয়ে। তাঁর অনুরাগীদের সংখ্যাও অনেক।
ইরফানের মৃত্যুবার্ষিকীতে পোস্ট শেয়ার করেছিলেন বাবিল
প্রসঙ্গত, বাবিল খান প্রয়াত অভিনেতা ইরফান খান এবং সুতাপা সিকদারের ছেলে। বাবিল 'কালা' চলচ্চিত্রে কাজ করেছেন। তার অভিনয়কে অনেক পছন্দ করা হয়েছিল। সম্প্রতি তাঁকে 'লগ আউট' এ দেখা গিয়েছিলেন। সম্প্রতি পিতা ইরফানের মৃত্যুবার্ষিকীতে বাবিল পোস্ট শেয়ার করেছিলেন।























